সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৩ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

অনলাইন ডেস্ক
পাবিপ্রবিতে সেমিনার অনুষ্ঠিত ম ক্যাম্পাস ডেস্ক পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 'ক্যারিয়ার, পস্ন্যানিং ইন এডুকেশন, রিসার্চ অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ' বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের উদ্যোগে এই সেমিনার ২৯ আগস্ট অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর হাফিজা খাতুন। রিসোর্স পারসন ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর আশরাফুল আলম, স্কয়ার টেক্সটাইল লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক দেবাশীস রায় এবং বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন, সাভারের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মো. জহুরুল ইসলাম। আমন্ত্রিত অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর রওশন আলী। এই সেমিনারে শিক্ষা, গবেবষণা এবং ইন্ডাস্ট্রিয়াল বিষয় নিয়ে আলোচকরা আলোচনা করেন। সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান মো. ফারুক হোসেন। বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-২ এ সেমিনারটি শুরু হয়। ছাত্র উপদেষ্টা, প্রক্টর এবং বিভাগের সব শিক্ষক-শিক্ষার্থী সেমিনারে অংশগ্রহণ করেন। ববিতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ম ক্যাম্পাস ডেস্ক বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ২৯ ও ৩০ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে ডড়ৎশংযড়ঢ় ড়হ ঊীধস ঈড়হঃৎড়ষষবৎ ঙভভরপব অঁঃড়সধঃরড়হ এবং ডড়ৎশংযড়ঢ় ড়হ অঁঃড়সধঃবফ জবংঁষঃ চৎড়পবংংরহম বিষয়ের ওপর এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মো. ছাদেকুল আরেফিন। আইকিউএসির পরিচালক অধ্যাপক ডক্টর মো. মুহসিন উদ্দীনের সভাপতিত্বে কর্মশালায় তথ্যজ্ঞ ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মঞ্জুর আহমেদ, অফফরব ংযড়ভঃ খঃফ-এর ব্যবস্থাপনা পরিচালক সাকিব রাব্বানী এবং হেড অব সিস্টেম সাপোর্ট শরিফুল ইসলাম। দুই দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ২৪টি বিভাগের সম্মানিত চেয়ারম্যান এবং প্রতিটি বিভাগের একজন করে সিনিয়র শিক্ষক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ববির আইকিউএসির অতিরিক্ত পরিচালক ডক্টর রহিমা নাসরিন। আইইউবিএটি'র ভর্তি পরীক্ষা ৮ সেপ্টেম্বর ম ক্যাম্পাস ডেস্ক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) ফল সেমিস্টার-২০২২ এর ভর্তি পরীক্ষা ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ে ছয়টি অনুষদের অধীনে ৯টি স্নাতক ও একটি সম্মান বিষয়ে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আইইউবিএটিতে স্নাতক পর্যায়ে বিবিএ, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইকোনমিকস, এগ্রিকালচার, টু্যরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ইংলিশ এবং স্নাতকোত্তর পর্যায়ে এমবিএ বিষয়ে পড়ানো হয়। আইইউবিএটিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে ১০০ শতাংশ পর্যন্ত মেধাবৃত্তি দেওয়া হয়। মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে ১৫ শতাংশ বিশেষ বৃত্তিসহ বিভিন্ন বিভাগে আরও ১০২টি বৃত্তি দেওয়া হয়। যেসব মেধাবী শিক্ষার্থী আর্থিক সচ্ছলতার অভাবে উচ্চশিক্ষা নিতে পারছেন না, তাদের জন্য বিশেষ ব্যবস্থা আছে আইইউবিএটিতে।