বিশ্বসেরা গবেষকদের তালিকায় পবিপ্রবির ২০ গবেষক
প্রকাশ | ০৭ জানুয়ারি ২০২৩, ০০:০০
ক্যাম্পাস ডেস্ক
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ২০ জন গবেষক অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সর্ যাঙ্কিং-২০২৩ এ বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন। এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইট থেকে ২ জানুয়ারি এ তথ্য জানা যায়। তালিকায় বাংলাদেশের ৬৩৩৫ জন গবেষক স্থান পেয়েছেন। আন্তর্জাতিক মানের এই সূচকটির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত তথ্যমতে, ১২ ক্যাটাগরিতে গবেষকদের ভাগ করা হয়েছে।
এ তালিকায় স্থানপ্রাপ্তদের মধ্যে রয়েছেন পবিপ্রবির অধ্যাপক গোপাল সাহা, মো. কাওসার নিয়াজ বিন সুফিয়ান, চিণ্ময় বেপারী, আসাদুসজ্জামান সুমন, মো. মাহি ইসলাম মোলস্না, মো. সিয়াম তালুকদার, মো. মাহেদী হাসান, মো. মিজানুর রহমান, মাকসুদুল ইসলাম, আরিফ উদ্দিন আহমদ, প্রদীপ কুমার সরকার, মো. রেসাদ মলিস্নক, মো. রুবেল মাহমুদ।
তালিকায় আরো আছেন সহযোগী অধ্যাপক সুজন কান্তি মালী, সুপ্রকাশ চাকমা, আশরাফুল আলম। সহকারী অধ্যাপক মো. আবুবক্কর সিদ্দিক, মো. আশিকুর রহমান, মো. রেসাদ মলিস্নক, মো. মাইনুল ইসলাম রাশাদ।
উলেস্নখ্য, অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী, গবেষক, অধ্যাপকদের পুরো কাজ এবং শেষ পাঁচ বছরের কাজ তুলে ধরা হয়েছে। তাদের গুগল স্কলারের এইচ-সূচক, আই-১০ ইনডেক্স, সাইটেশন স্কোরের ভিত্তিতের্ যাঙ্কিংটি প্রকাশ করা হয়েছে।