রাবিতে নন-একাডেমিক স্টাফ প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২৩, ০০:০০

অনলাইন ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ফাউন্ডেশন ট্রেনিং ফর নন-একাডেমিক স্টাফ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী ২৩ ও ২৪ জানুয়ারি এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম। আইকিউএসি'র পরিচালক অধ্যাপক দুলাল চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আইকিউএসসি'র অতিরিক্ত পরিচালক অধ্যাপক মো. মশিহুর রহমান শুভেচ্ছা বক্তৃতা রাখেন। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি'র অতিরিক্ত পরিচালক অধ্যাপক মো. আব্দুর রশিদ সরকার। কর্মশালায় রাবিতে কর্মরত ৬০ জন সহায়ক কর্মচারী অংশ নিয়েছে।