নজরুল বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত

প্রকাশ | ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

ক্যাম্পাস ডেস্ক
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ (ষোড়শ ব্যাচ) শিক্ষাবর্ষের ১মবর্ষ স্নাতক (সম্মান) শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের 'গাহি সাম্যের গান' মুক্তমঞ্চে ৩১ জানুয়ারি এই নবীনবরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সৌমিত্র শেখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা. নুজহাত চৌধুরী ওরিয়েন্টেশন বক্তা হিসেব বক্তব্য রাখেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ডক্টর মো. হুমায়ুন কবীরের সঞ্চালনায় ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ডক্টর মো. রিয়াদ হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চারুকলা অনুষদের ডিন প্রফেসর ডক্টর মো. নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন প্রফেসর ডক্টর মুশাররাত শবনম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ডক্টর তপন কুমার সরকার। স্বাগত বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও প্রক্টর প্রফেসর ডক্টর উজ্জ্বল কুমার প্রধান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ অন্যরা উপস্থিত ছিলেন।