ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইংরেজি সাহিত্যে শিক্ষাদান করা হয়

প্রকাশ | ০৪ মার্চ ২০২৩, ০০:০০

অনলাইন ডেস্ক
সবুজে ঘেরা, সুন্দর ও মনোরম প্রাকৃতিক পরিবেশে ঢাকার বাড্ডাস্থ সাঁতারকুলে স্থায়ী ক্যাম্পাসে শুরু হয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পূর্ণাঙ্গ শিক্ষা কার্যক্রম। নান্দনিক ও চিত্তাকর্ষক তিনটি ভবনে এবং একটি টাওয়ারে এ পূর্ণাঙ্গ শিক্ষা কার্যক্রম চলছে। ১৯৯৫ সালের ৭ এপ্রিল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হলেও প্রথম কার্যক্রম শুরু হয় ইংরেজি সাহিত্যের ছাত্রছাত্রী ভর্তির মাধ্যমে। এ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক, আইন ও মানবাধিকার সম্পর্কিত বহু গ্রন্থের প্রণেতা ডক্টর মফিজুল ইসলাম পাটোয়ারী। ইংরেজি বিভাগ ছাড়াও এখানে যেসব কোর্স চালু রয়েছে, সেগুলো হলো- আইন, ব্যবসায় প্রশাসন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই), ফার্মেসি, হিউম্যান রাইটস ল সমাজবিজ্ঞান, অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। শুরুতে ইংরেজি বিভাগে প্রথিতযশা অধ্যাপকরা পাঠদান করেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম, অধ্যাপক ডক্টর আহসানুল হক, কবি ও অধ্যাপক খন্দকার আশরাফ হোসেন। এরপর যোগ দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আমানুলস্নাহ আহমেদ, অধ্যাপক রেজাউর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আবু জাফর, শাহাজাদা বসুনীয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফজলুর রহমান প্রমুখ। এসব প্রখ্যাত অধ্যাপককে অনুসরণ করে ইংরেজি বিভাগ পরিচালিত হয়ে আসছে। এখানের ইংরেজি বিভাগের আলোচিত বিষয় হলো এমএ ইন ইংলিশ কোর্স। আড়াই বছরের কোর্সে বিভিন্ন বয়সের মানুষ এখানে লেখাপড়ার সুযোগ পান এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসে এখানে ভর্তি হন। ইংরেজি বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক এস জোবায়ের আল আহমেদ জানান, এখানের ইংরেজি বিভাগের ছাত্রছাত্রীদের যেভাবে শিক্ষাদান করা হয় তাতে তারা চাকরির প্রতিযোগিতায় বাজারে সফলতা অর্জন করতে সক্ষম। এ বিভাগে প্রায় এক হাজার ছাত্রছাত্রী লেখাপড়া করছেন। তারা এখানের লেখাপড়ার মান নিয়ে সন্তুষ্ট। বর্তমানে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় সাড়ে ১০ হাজার। বর্তমানে এ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হিসেবে রয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রাক্তন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম। অধ্যাপক ডক্টর গণেশ চন্দ্র সাহা প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় এখানে টিউশন ফি কম। বাবার সেই অনুসৃত নীতি আমরা পালন করে যাচ্ছি। বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ডা. এসকিউ পাটোয়ারী বলেন, 'নলেজ ইজ পাওয়ার- এ স্স্নোগান নিয়ে এ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা টিউশন ফি কম নিলেও লেখাপড়ার মানের দিক থেকে কখনও ছাড় দিই না।' উলেস্নখ্য, এখানে চার বছরের ইংরেজি বিএ অনার্স কোর্সের ফি নেওয়া হয় ৩ লাখ ১৬ হাজার ৫০০ টাকা। এমএ ইংলিশ এক বছরের কোর্সের জন্য নেওয়া হয় ৮৬ হাজার টাকা। এমএ ইন ইংলিশ আড়াই বছরের কোর্সের জন্য নেওয়া হয় ৯৬ হাজার টাকা। যোগাযোগ- ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মূল ক্যাম্পাস : সাঁতারকুল, বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল নম্বর : ০১৯৩৯৮৫১০৬০-৪ ভধপবনড়ড়শ.পড়স/ফরঁ.হবঃ.নফ