সংবাদ সংক্ষপে

প্রকাশ | ৩০ জানুয়ারি ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
নোবিপ্রবির অথর্নীতি বিভাগে কেইন্স কনার্র ক্যাম্পাস ডেস্ক নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্যারোটো পেন্ট্রি ও কেইন্স কনাের্রর উদ্বোধন করা হয়েছে। গত সোমবার (২৮ জানুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় উপাচাযর্ প্রফেসর ড. এম অহিদুজ্জামান অথর্নীতি বিভাগে এ কনার্র দুটি উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অথর্নীতি বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ মোকাম্মেল করিম তৌফিক, শিক্ষক সমিতির সভাপতি ড. গাজী মো. মুহসিন, অথর্নীতি বিভাগের সহকারী অধ্যাপক ফরিদ দেওয়ান, মাজনুর রহমান সবুজ। ওয়াহিদ মুরাদ, প্রভাষক মো. ইকবাল হোসাইন, আহসান উল হক, সাব্বির হোসাইন, মো. মুহাইমিনুল ইসলাম, দিলরুবা ইয়াসমিন স্মৃতি, সাদ্দাম হোসাইন, মাহাবুবুর রহমান, লিটন চন্দ্র ভৌমিকসহ অন্য বিভাগের শিক্ষক ও অথর্নীতি বিভাগের শিক্ষাথীর্রা। উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে উপাচাযর্ প্রফেসর ড. এম অহিদুজ্জামান অথর্নীতি বিভাগের প্রশংসা করেন এবং এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। সিকৃবির নবনিযুক্ত কমর্কতাের্দর প্রশিক্ষণ ক্যাম্পাস ডেস্ক সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে অ ড়িৎশংযড়ঢ় ড়হ ইধংরপ ওফবধং ধহফ গধলড়ৎ জবংঢ়ড়হংরনরষরঃরবং ড়ভ টহরাবৎংরঃু ঙভভরপবৎং শীষর্ক প্রশিক্ষণ সোমবার অনুষ্ঠিত হয়েছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মতিয়ার রহমান হাওলাদার রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েবের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ডিন কাউন্সিলের আহŸায়ক প্রফেসর ড. মো. আবুল কাশেম, অফিসার পরিষদের সভাপতি কৃষি মো. সাজিদুল ইসলাম। প্রশিক্ষণ বাস্তবায়ন কমিটির আহŸায়ক ছিলেন এডিশনাল রেজিস্ট্রার ফাতেহা শিরিন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরেক এডিশনাল রেজিস্ট্রার মো. সুহেল আহমেদ। সদ্য নিয়োগ পাওয়া কমর্কতাের্দর দক্ষতা বৃদ্ধির জন্য এই প্রশিক্ষনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে জনসংযোগ ও প্রকাশনা দপ্তর। শাবিপ্রবির রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বিশ্ববিদ্যালয়ের অফিস ব্যবস্থাপনা বিষয়ে এবং হিসাব পরিচালক আ ন ম জয়নাল আবেদীন আথির্ক ব্যবস্থাপনাসংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করেন। সিকৃবির এপিডেমিওলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ বিশ্ববিদ্যালয়ের চাকরি বিধি (দায়িত্ব-কতর্ব্য ও নৈতিকতাসংক্রান্ত) বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।