শান্ত-মারিয়ামে ক্যালিওগ্রাফি প্রতিযোগিতা

প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

ক্যাম্পাস ডেস্ক
চাইনিজ নববষর্-২০১৯ উপলক্ষে গত ২৭ জানুয়ারি ‘চায়না রেডিও ইন্টারন্যাশনাল ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশন (সিআরআই-এসএমএফ) কনফুশিয়াস ক্লাসরুম’-এর উদ্যোগে চাইনিজ ক্যালিওগ্রাফি প্রতিযোগিতা ও বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়। চাইনিজ হাতের লেখার ওপর অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সিআরআই-এসএমএফ কনফুশিয়াস ক্লাসরুম, ঢাকা বিশ্ববিদ্যালয় ও নথর্ সাউথ ইউনিভাসিির্ট কনফুশিয়াস ইন্সটিটিউটের শিক্ষাথীর্রা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে চীনা দূতাবাসের রাষ্ট্রদূতের সহধমির্নী মাদাম রাষ্ট্রদূত- এইচই মাদাম ইয়াং ইয়ানচুন, দূতাবাসের কালচারাল কাউনসেলর-মাদাম সান ইয়ান, দূতাবাসের পলিটিক্যাল কাউনসেলর- মি. ছেন ওয়েই, দূতাবাসের কালচারাল সেকশনের অ্যাটাচি- মি. ঝা, মি. ওয়েইসহ সিএসসিসির চেয়ারম্যান- মাদাম আনান্দী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান- ডা. আহসানুল কবীর, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের উপাচাযর্- প্রফেসর ড. কাজী মো. মফিজুর রহমানসহ ট্রেজারার প্রফেসর শামসুন নাহার, রেজিস্ট্র্রার- স্থপতি হোসনেয়ারা রহমান, প্রক্টর ড. গোলাম মোস্তাফা, বোডর্ অব ট্রাস্টিজ- প্রফেসর মোস্তাফিজুল হকসহ শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী ও অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানের একপযাের্য় বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।