নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মশালা

প্রকাশ | ২৭ মে ২০২৩, ০০:০০

ক্যাম্পাস ডেস্ক
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ইয়ুথ ক্লাইমেট জাস্টিস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিরাক বাংলাদেশের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের তৃতীয় তলায় ২২ মে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় নজরুল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সিরাক বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর মিজানুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এনভায়রনমেন্ট সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. আলিম মিয়া। জলবায়ু পরিবর্তনের কারণ, ফলাফল ও জলবায়ু পরিবর্তন রোধে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন তিনি। কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ডক্টর তপন কুমার সরকার, ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক মো. বাকীবিলস্নাহ (সাকার মোস্তফা), সেরাক বাংলাদেশের কমিউনিকেশন অ্যান্ড আউটরিচ অফিসার মিংগি মুন, হেনা, সিওইউন, হায়ারইয়াং চু, ক্যাম্পাস কো-অর্ডিনেটর ও সিরাক বাংলাদেশের ময়মনসিংহ বিভাগীয় স্বেচ্ছাসেবক রবিউল ইসলাম।