রাবিতে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

ক্যাম্পাস ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উদুর্ বিভাগের পক্ষ থেকে ‘শিক্ষার আলোয় বিকশিত হোক সুপ্ত প্রতিভা’ এই ¯েøøাগানকে সামনে রেখে নবীন ২০১৮-১৯ শিক্ষাবষর্ এবং ২০১৩-১৪ সেশনের বিদায়ী শিক্ষাথীের্দর সংবধর্না দেয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবীনবরণ ও বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি রাবি ভিসি প্রফেসর এম আব্দুস সোবহান বলেন, উদুের্ত লেখাপড়া করে দুশ্চিন্তার করার কোনো কারণ নেই, দেশের শুধু সরকারি নয়, বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে প্রতিটা সেক্টরে তোমাদের জন্য চাকরি সুযোগ রয়েছে। পৃথিবীতে বহু ভাষা হারিয়ে গেছে চচার্ করার অভাবে অথবা ঔপনিবেশিক শাসনের কারণে।