পাবিপ্রবির ভতিের্ত নেয়া হবে লিখিত পরীক্ষা

প্রকাশ | ১৮ জুলাই ২০১৮, ০০:০০

ক্যাম্পাস ডেস্ক
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ভতির্ পরীক্ষায় এমসিকিউয়ের পবিবতের্ নেওয়া হবে লিখিত পরীক্ষা। জানা গেছে, ২০১৮-১৯ শিক্ষাবষের্র স্নাতক (ইঞ্জিনিয়ারিং), স্নাতক (সম্মান), বিবিএ এবং পঁাচ বছর মেয়াদি ব্যাচেলর অব আরকিটেকচার ও বি ফামেির্স (প্রফেশনাল) কোসের্র ১ম বষের্র ভতির্ পরীক্ষা লিখিত পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ভতির্ পরীক্ষা সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এর তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও স্কলারশিপ শাখার ডেপুটি রেজিস্ট্রার তাওহিদা খানম বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ্য করা হয়েছে যে, লিখিত পরীক্ষার সময় হবে ১ ঘণ্টা ৩০ মিনিট। পরীক্ষার প্রশ্নপত্রের পূণর্মান হবে ৯০। ভতির্ পরীক্ষার বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে ঢ়ঁংঃ.ধপ.নফ পাওয়া যাবে।