নতুন বছরে তারুণ্যের প্রত্যাশা

একটি বছরের বিদায়ে আরেকটি নতুন বছরের আগমন। দিনপঞ্জিকার পাতায় ১৪২৫কে বিদায় জানিয়ে ১৪২৬-এর আগমন। নতুনের আগমনে সবার মনে নানা কল্পনা-পরিকল্পনা। যা কিছু অসত্য, অসুন্দর, অশুভ আর অমঙ্গলজনক সে সবকে ঝেড়ে ফেলে সত্য, সুন্দর, ভালো আর মঙ্গলের জন্য অপেক্ষমাণ সবাই। দেশের মোট জনসংখ্যার বিরাট একটি অংশ তরুণ। তারুণ্যই একটি দেশের এগিয়ে যাওয়ার বিশাল শক্তি। নতুন বছরে তরুণ প্রজন্মেরও রয়েছে নানা কল্পনা-পরিকল্পনা আর আশা-প্রত্যাশা। আছে নানা চিন্তা-ভাবনা।

প্রকাশ | ২৪ এপ্রিল ২০১৯, ০০:০০

মাহবুব এ রহমান
নতুন বছরে নব উদ্যমে জেগে উঠুক তারুণ্য ছবি : ইন্টারনেট
গড়ে উঠুক ভালোবাসার বাংলাদেশ কালের গর্ভে বিলীন হয়ে গেল আরেকটি বছর। অতীতের সব গস্নানি, দুঃখ-কষ্ট আর প্রত্যাশা-প্রাপ্তির টানা পোড়নে পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরের আগমন। নতুন বছরের উদিত সূর্যের নব আভা আমাদের মনে সঞ্চার করুক নতুন প্রাণশক্তি। ইতিবাচক মনোভাব আর দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়ে নতুনভানে তৈরি হোক এক মানবিক সমাজ। তরুণরা সৃষ্টিশীল আর সাহিত্যমনা হয়ে উন্মুক্ত করুক সম্ভাবনার নতুন দিগন্ত। সহিষ্ণুতা, উদারতা আর অপরের প্রতি ভালোবাসা ছড়িয়ে এমন একটি মানিবক দেশ তৈরি হোক যেখানে থাকবে না হিংসা-বিদ্বেষ, কলহ, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি কিংবা লুটতরাজ। দেশের ক্রমবর্ধমান উন্নতি অব্যাহত থেকে একটি ভালোবাসার বাংলাদেশ গড়ে উঠুক। নতুন বছরে এটাই প্রত্যাশা। উমর আল কাশেম শিক্ষার্থী: সমাজকল্যাণ ও গবেষণা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ভালো থাকি, ভালো রাখি অনেক প্রত্যাশা আর সম্ভাবনা নিয়ে হাজির হয় নতুন বছর। একটি দেশের সমৃদ্ধিতে তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা, চিন্তাচেতনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিগত বছরটিতে প্রাপ্তি-অপ্রাপ্তি প্রভৃতি বিষয় নিয়ে নতুন উদ্দীপনা ও সম্ভাবনার দ্বার খুলে যায় তরুণদের সামনে। বিশ্বের একটি দ্রম্নত উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ আমাদের অহঙ্কার। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আমাদের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের পাশাপাশি তার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। যেমন, আমরা রান্নার পর চুলা জ্বালিয়ে রাখার ব্যাপারে সচেতন হতে পারি। আমরা আমাদের দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। নয়তো বায়ুদূষণে আমাদের এই সুজলা সুফলা দেশটা কেমন বিবর্ণ হয়ে যাবে। পাশাপাশি নিজে ভালো আর সুস্থ থাকি। অন্যদেরও ভালো রাখি। নতুন বছরে এটাই প্রত্যাশা। খাদিজা রাশনি শ্রাবন্তী শিক্ষার্থী : লোকপ্রশাসন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আগামীর দিনগুলো আমাদের হোক নববর্ষ বা নতুন বছর যেমন একজন ব্যক্তির কাছে অনেক গুরুত্বপূর্ণ তেমনি একটা জাতির জন্যও। আমাদের আশা, পূর্বে যে সমৃদ্ধি আমরা অর্জন করেছি আগামী বর্ষে তার ধারাবাহিকতা বজায় থাকবে। পাশাপাশি কামনা, আমাদের তরুণ সমাজের নববর্ষের শুরু হোক উদ্ভাবনীমূলক কর্ম-পরিকল্পনা নিয়ে। আমাদের প্রতেক্যের ভালো পরিকল্পনাগুলো সম্পন্ন করার প্রত্যয় নিয়ে যদি আমরা নতুন বছর শুরু করি তবে শুধু ব্যক্তিগত নয় বরং দেশের সামগ্রিক উন্নতি হবে। নতুন বছরে নব উদ্যমে জেগে উঠুক তারুণ্য। শুভকামনা। আগামীর দিনগুলো আমাদের হোক। আতিকুর রহমান সুমন শিক্ষার্থী : ইলেট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সাম্য আর সুন্দর হোক নতুন বছরের নিশান কালের খেয়ায় আরেকটি নতুন বছর। নতুন ভোর। হাজারো নতুন প্রত্যাশা। নতুন সূর্যের উজ্জ্বল আভায় আলোকিত হোক ব্যক্তি, সমাজ, জাতি এবং দেশ। সমাজের সব বৈষম্য দূর হোক। ছিন্নমূল মানুষদের সাহায্যে এগিয়ে আসুক সবাই। একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমার প্রত্যাশা নতুন বছরে আমরা যেন একটি সুশিক্ষিত, সৎ, আদর্শিক আর সাম্যভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি? সেই লক্ষ্য নিয়ে যেন আমরা সামনের দিকে এগিয়ে যাই দুর্নীতি, অসাম্য, শোষণ নিপাত যাক পুরনো দিনের জীর্ণতা, কলুষতা মুছে পুণ্যতা আর সমৃদ্ধিতে ভরপুর হোক সবার জীবন। অপ্রাপ্তি আর অপূর্ণতা ঘুচে সুন্দর আর সাম্য হোক নতুন বছরের নিশান? মুনতাসির রুবেল শিক্ষার্থী : ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপিস্নন বিভাগ, খুলনা বিশ্ববিদ্যালয়।