বঙ্গবন্ধু চ্যাম্পের সাফল্য

প্রকাশ | ০১ মে ২০১৯, ০০:০০

ক্যাম্পাস ডেস্ক
প্রথমবারের মতো অনুষ্ঠিত বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প-১৯ এ চারটি ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বিজয় উদযাপন করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গণবি)। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ক্যাম্পাসের আমতলায় এ আয়োজন সম্পন্ন হয়। ওই আয়োজনে খেলাধুলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মিষ্টি খাইয়ে বিজয় আনন্দে শামিল হন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন। এ সময় সেখানে পরীক্ষা নিয়ন্ত্রক মীর মোর্তুজা আলী, বিভিন্ন অনুষদীয় ডিন, বিভাগীয় প্রধানরা, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে সাধারণ শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাই একে অপরকে মিষ্টি খাওয়ানোর মধ্যে দিয়ে বিজয় উলস্নাসে মেতে ওঠে। বিজয়ী খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন বলেন, 'তোমরা বিশ্ববিদ্যালয়ের জন্য যে সম্মান বয়ে এনেছ, তাতে আমরা সবাই অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আশা করি, ভবিষ্যতেও তোমরা এ বিজয়ের ধারা অব্যাহত রাখবে এবং সেই সঙ্গে বাংলাদেশ জাতীয় দলের হয়ে নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে দেশকে বিশ্বের দরবারে তুলে ধরবে।' প্রসঙ্গত, বিগত ২৯ মার্চ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত আয়োজিত এ প্রতিযোগিতায় মোট ১০টি ইভেন্টের মধ্যে ছেলেদের ফুটবলসহ মেয়েদের ফুটবল, ক্রিকেট ও হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে গণ বিশ্ববিদ্যালয়। সারাদেশ থেকে মোট ৬৫টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৭০০ ক্রীড়াবিদ এতে অংশ নেন।