কুবিতে 'লিডার্স সামিট' অনুষ্ঠিত

প্রকাশ | ০১ মে ২০১৯, ০০:০০

ক্যাম্পাস ডেস্ক
কুমিলস্না বিশ্ববিদ্যালয়ে (কুবি) মার্কেটিং বিভাগের অঙ্গসংগঠন ক্যাফে মার্কেটিংয়ের পৃষ্ঠপোষকতায় ক্লাব ডিফেন্ডার্সের আয়োজনে 'লিডার্স সামিট' অনুষ্ঠিত হয়েছে। বিজনেস স্টাডিজ অনুষদের হলরুমে এ সামিট অনুষ্ঠিত হয়। মার্কেটিং ৯ম ব্যাচের শিক্ষার্থী ইসরাত জাহান ইমা ও তামিম রুহুলের সঞ্চালনায় এবং বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. খোরশেদ আলম; শ্রীলঙ্কা রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেডের হেড অব সাপস্নাই ফর বাংলাদেশ, মো. জিয়া উদ্দিন; কোকা কোলা বেভারেজ ইউনিটের ট্রেড মার্কেটিং ম্যানেজার মাইনুল আহসান এবং আড়ং ডেইরির রিজিওনাল সেলস ম্যানেজার খলিলুর রহমান। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর মো. তোফায়েল হোসেন মজুমদার; মার্কেটিং বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর মো. আব্দুলস্নাহ; একই বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মেহেদী হাসানসহ প্রমুখ। এ সময় বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার খোরশেদ আলম উপস্থিত শিক্ষার্থীদের বাংলাদেশ ব্যাংকের পরীক্ষা পদ্ধতি, ভাইভা এবং নিজেকে ব্যাংক খাতের জন্য তৈরি করার দিকনির্দেশনা তুলে ধরেন।