logo
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০ ৩ আশ্বিন ১৪২৭

  আফফান ইয়াসিন   ১১ মে ২০১৯, ০০:০০  

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চবিয়ানদের ভ্রাতৃত্বের গান

চবিয়ানদের ভ্রাতৃত্বের গান
ঐক্যবদ্ধ এবং ভ্রাতৃত্ব শব্দগুলোর ব্যবহার মুখে মুখে শোনা গেলেও যথাযথ প্রয়োগের খুবই অভাব! চারদিকে বিদ্যমান সহিংসতাগুলো এখন শিক্ষা-প্রতিষ্ঠানকেও গ্রাস করে নিচ্ছে। বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই এগুলো দেখে আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের (২০১৪-১৫) বর্ষের শিক্ষার্থী ফেরারি হাসান। আর দেখা থেকেই জাগ্রত হয়েছিল প্রতিরোধের ভাবান্তর। গানপ্রেমী এবং গায়ক হওয়ার দরুন সচেতনতার মাধ্যম হিসেবে গানকেই বেছে নিয়েছে। সম্প্রতি এই শিক্ষার্থীর কথা ও সুর করা একটি ভিডিও গান ইউটিউবে পাওয়া যাচ্ছে। যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা তুলে ধরা হয়েছে। গানটির শুরুতেইর্ যাগিংয়ের বিষয়টি নিয়ে আসা হয়েছে। সত্যিই, এই নোংরা বিষয়টি বর্তমানে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে। তারপর উঠে এসেছে শিক্ষার্থীদের মধ্যে একে অন্যকে তিরস্কারের ব্যাপারটি। এভাবে পর্যায়ক্রমে সচেতনতা আনা হয়েছে বিশ্ববিদ্যালয়ে দুই গ্রম্নপ হয়ে গেঞ্জামের বিবরণটিও। মোট কথা গানটির মূল বিষয়টি হলো- সব দল ও গোষ্ঠীর ঊর্ধ্বে সব চবিয়ান সমান। এই নীতিবাক্য সবার কাছে পৌঁছিয়ে দেয়াই উদ্দেশ্য। গানের ব্যাপারে ফেরারি হাসান জানায়, এটা তার দ্বিতীয় গান। এর আগেও একটি গান বের হয়েছে। ভবিষ্যতে আরও গান বের করার আশ্বাসও দেন। এ ছাড়া ফেরারিয়ান নামে তার প্রক্রিয়াধীন ৫ সদস্য বিশিষ্ট একটি ব্যান্ড দলও রয়েছে। রয়েছে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন অনুষ্ঠানে স্টেজে পারফর্ম করার অভিজ্ঞতা। জীবনে গান নিয়ে গেইনার হওয়ারও স্বপ্ন দেখছেন এই ক্ষুদে গায়ক। বর্তমানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শুরু হলেও এটাকে এগিয়ে নিতে চান বিশ্বপর্যায়ে। গানটিতে অভিনয় করেছে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সচেতন শিক্ষার্থী।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে