স্বপ্ন যখন চারুকলা

প্রকাশ | ২৫ জুলাই ২০১৮, ০০:০০

সাগর কমর্কার
অনেকেরই ছবি অঁাকতে ভালোলাগে। ভালোলাগে নতুন কিছু সৃষ্টি করতে। কিন্তু সেই ভালোলাগার বিষয়টি কখনও কি কারো পেশা হিসেবে নেয়ার সাহস এসেছে মনে? ছোটবেলায় সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখে। শিল্পী হওয়ার স্বপ্ন দেখে কয়জন বা দেখলেও সেই পথে সাহস করে আগায় এমন লোকের সংখ্যাই বা কত। উত্তরটা জানলে অবাক হবেন, এমন লোকের সংখ্যা নেহাতই কম নয়। শিল্প-সংস্কৃতির দিকে যাদের আগ্রহ তাদের জন্য উপযুক্ত চারুকলা। খাতা কলমে সীমাবদ্ধ না থেকে অনেকটাই প্র্যাকটিক্যাল প্রয়োগে বিশ্বাসী এই বিভাগ। চিন্তার জগৎকে স¤প্রসারিত করে সৃষ্টিশীল চিন্তাধারা প্রয়োগে সুযোগ সৃষ্টি করে। তাই এই অনুষদের পরীক্ষাটাও অন্যান্য অনুষদের চেয়ে অনেকটাই ব্যতিক্রম। আপনি কি এ বছর এইচএসসি দিয়েছেন এবং ভাবছেন চারুকলায় পড়বেন? তাহলে জেনে নিন কি কি করতে হবে এ বিষয়ে পড়তে হলে। বাংলাদেশের সাতটি সরকারি ও তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগে স্নাতক এবং স্নাতকোত্তর পড়ার সুযোগ রয়েছে। পরীক্ষা পদ্ধতি চারুকলা অনুষদের ভতির্ পরীক্ষা দুটি প্রক্রিয়ার মাধ্যমে সংঘটিত হয়। তত্ত¡ীয় এবং ব্যবহারিক। এ ছাড়া ভতির্ প্রাথীের্ক তত্ত¡ীয় এবং ব্যবহারিকে আলাদাভাবে পাস করতে হবে। ‘এমসিকিউ’ পরীক্ষায় ভালো করতে চাইলে চারুকলার ইতিহাস, শিল্পকলার ইতিহাস, বাংলাদেশের স্থাপত্যকলা, সাহিত্য, বাংলাদেশের শিল্পকলা ও সাম্প্রতিক খবরাখবরের ওপর জ্ঞান থাকতে হবে। এ ছাড়াও বাংলা ও ইংরেজি ব্যাকরণ বিষয়ে প্রস্তুতি থাকা দরকার। এমসিকিউ ও অঁাকা অঁাকিতে সমান নম্বর থাকলেও অঙ্কনের জন্য প্রাপ্ত নম্বর চারুকলায় ভতির্র ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করে। অঙ্কন পরীক্ষায় ভালো করতে চাইলে শিক্ষাথীের্দর কয়েকটি বিষয়ে বিশেষ দক্ষতা অজর্ন করতে হবে। অঙ্কনের রেখার মান, আলোছায়া, পরিপ্রেক্ষিত, কম্পোজিশন ও অনুপাত এই বিষয়গুলোর ওপর নিভর্র করে অঙ্কনের মান যাচাইয়ের মাধ্যমে নম্বর দেয়া হয়। এসব বিষয়ে সুস্পষ্ট ধারণা ছাড়া অঙ্কন পরীক্ষায় ভালো করা কঠিন। ক্যারিয়ার বতর্মানে চারুকলার শিক্ষাথীের্দর টেলিভিশন মিডিয়া, অ্যাড ফামর্, নিউজ পেপার, ফ্যাশন হাউস, অ্যানিমেশন অ্যান্ড গেমিং ফামর্, ডিজাইন, ফ্রিল্যান্স শিল্পী ইত্যাদি ক্ষেত্রে কাজ করার বিস্তর সুযোগ রয়েছে। এ ছাড়া ভতির্ ইচ্ছুক শিক্ষাথীর্রা যেন চারুকলায় পড়ার বিষয়ে বিস্তারিত ধারণা ও প্রস্তুতি নিতে পারে সেই লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চতুথর্ বষের্র (বিএফএ-সম্মান) শিক্ষাথীর্রা বিভাগ প্রাঙ্গণেই প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও ২১ জুলাই থেকে রং মশাল শীষর্ক কমর্শালার কাযর্ক্রম শুরু করেছে। এখানে চারুকলায় পড়াশোনা ও এর পেশাগত কমের্ক্ষত্র সম্পকের্ অবহিত করে ভতির্চ্ছুদের সহযোগিতা করা হয়।