তরুণদের জন্য উদ্যোক্তা সচেতনতাবিষয়ক কমর্শালা

প্রকাশ | ২৫ জুলাই ২০১৮, ০০:০০

য় ক্যাম্পাস ডেস্ক
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভাসিির্টর (ডিআইইউ) ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) কতৃর্ক ইউনিভাসিির্টর বিভিন্ন বিভাগের শিক্ষাথীের্দর নিয়ে ১৫ জুলাই ইউনিভাসিির্টর ৬৬, গ্রিনরোড ক্যাম্পাসে ড. এমআই পাটোয়ারী অডিটেরিয়ামে ‘তরুণদের জন্য উদ্যোক্তা সচেতনতা’ বিষয়ক কমর্শালার আয়োজন করা হয়। অধ্যাপক ড. ভোলানাথ দত্ত, ফাউন্ডার এবং প্রেসিডেন্ট, এমটিসি গেøাবাল, ব্যাঙ্গালুরু, ইন্ডিয়া দিনব্যাপী তরুণদের জন্য উদ্যোক্তা সচেতনতাবিষয়ক বক্তব্য উপস্থাপন করেন। বিভিন্ন বিভাগের প্রায় ২০০ শিক্ষাথীর্ কমর্শালায় অংশগ্রহণ করেন। অধ্যাপক দত্ত কমর্সংস্থানের সুযোগ, চ্যালেঞ্জ, কৌশল, অথার্য়ন, বৈশি^ক পরিসর এবং বাংলাদেশ ও বিভিন্ন উন্নত দেশের সফল উদ্যোক্তাদের কমর্-কাহিনী তুলে ধরেন। উক্ত কমর্শালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউনিভাসিির্টর উপাচাযর্ অধ্যাপক ড. কে এম মেহসীন। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন অত্র ইউনিভাসিির্টর রেজিস্ট্রার অধ্যাপক মো. রফিকুল ইসলাম, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শওকত আরা হোসেন এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এটিএম মাহবুবুর রহমান সরকার। এ ছাড়াও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দু’জন শিক্ষাথীর্ অপনার্ কিরতানিয়া এবং মো. আনোয়ার হোসেন ভারতের ব্যাঙ্গালুরুতে ইন্টারন্যাশনাল স্কুল অব ম্যানেজমেন্ট এক্সিলেন্স (আইএসএমই) এ অনুষ্ঠিত সাত দিনব্যাপী প্রশিক্ষণের অভিজ্ঞতা তুলে ধরেন। উক্ত প্রোগ্রামে একটি প্রাসঙ্গিক ও প্রেরণামূলক ভিডিও উপস্থাপন করেন আইকিউএসির পরিচালক ড. মো. সেরাজুল ইসলাম প্রধান এবং কমর্শালাটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক মিলি সুলতানা।