নোবিপ্রবি ও বিআইআইডির মাঝে এমওইউ স্বাক্ষর

প্রকাশ | ২৫ জুলাই ২০১৮, ০০:০০

য় ক্যাম্পাস ডেস্ক
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব আইসিটি ইন ডেভেলপমেন্ট (বিআইআইডি) এর মাঝে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার ভিসির কাযার্লয়ে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভিসি প্রফেসর ড. এম অহিদুজ্জামান, বিআইআইডির পক্ষে প্রধান নিবার্হী শহীদ উদ্দিন আকবর ‘এমওইউ’তে স্বাক্ষর করেন। বিআইআইডি মূলত সারাদেশে যুবকদের পুষ্টি বিষয়ে সম্পৃক্ত করার কাজ করে থাকে। নোবিপ্রবি শিক্ষাথীের্দর মাঝে পুষ্টি বিষয়ে সচেতনতা তৈরিই উক্ত এমওইউর লক্ষ্য। অনুষ্ঠানে অন্যদের মাঝে নোবিপ্রবি ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন্স সায়েন্স বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ারুল আলমসহ বিভাগের অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।