নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আলোর গাড়ি 'লুমিনারী'

প্রকাশ | ২৫ মে ২০১৯, ০০:০০

তানভীর আহাম্মেদ
যাত্রা শুরু ২০১৫ থেকে। আলো ছড়ানোর এই উদ্যোগ এসেছিল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের কিছু ছাত্রছাত্রীর কাছ থেকে। সেই থেকে পথ চলা আলো ছড়ানোর সংগঠন 'লুমিনারী'। নোবিপ্রবির আশপাশের গ্রামগুলোর সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে পাঠদান এই সংগঠনের মূল লক্ষ্য। বর্তমানে প্রতি সপ্তাহের শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রায় ৭০ জন শিশু-কিশোর পাঠদান করে থাকে এই সংগঠনের তরুণরা। বর্তমানে লুমিনারীতে ব্যবসায় প্রশাসন ছাড়াও অন্যান্য ডিপার্টমেন্টের শিক্ষার্থীসহ মোট ৩২ জন সদস্য রয়েছেন যারা সুবিধাবঞ্চিত শিশুদের হাতে কলমে ইংরেজি, গণিতসহ নানা বিষয়ে শিক্ষা দিয়ে থাকেন। সংগঠন চালানোর খরচ ও বহন করেন বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীরা। লুমিনারীতে প্রতি সপ্তাহে শিশু-কিশোরদের পাঠদান ছাড়াও দৈনিক কার্যক্রম শেষে শিশুদের জন্য নাস্তার ব্যবস্থা করা হয়ে থাকে।পাঠদান ছাড়াও খেলাধুলা, বিনোদন, বই-খাতা-কলম বিতরণ সহ ঈদ, পহেলা বৈশাখ নানা উৎসবে উপহার বিতরণের ব্যবস্থা করে থাকে নোবিপ্রবির এই সংগঠন 'লুমিনারী'। তা ছাড়া নিয়মিত শিশুদের বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজখবর এবং মামা বাবাদের নানা রকম উপদেশ দিয়ে থাকেন লুমিনারীর সদস্যরা।