উচ্চমাধ্যমিকে ঢাকা কমার্স কলেজের অব্যাহত সাফল্য

প্রকাশ | ২০ জুলাই ২০১৯, ০০:০০

ক্যাম্পাস ডেস্ক
ঢাকা কমার্স কলেজ উচ্চমাধ্যমিক পরীক্ষায় বরাবরই সাফল্যের ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখে চলেছে। গত ১৭ জুলাই প্রকাশিত ২০১৯ সালের ফলাফলেও যার পুনরাবৃত্তি ঘটেছে। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় ব্যবসায় শিক্ষা শাখায় ঢাকা কমার্স কলেজ থেকে ২১৪৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তন্মধ্যে কৃতকার্য হয়েছে ২১৩১ জন। জিপিএ-৫ পেয়েছে ৯৮ জন। নিয়মিত শিক্ষার্থীর পাসের হার ৯৯.৩৩%। অনিয়মিতসহ সব শিক্ষার্থীর পাসের হার ৯৯.১৬%। ইংরেজি ভার্সনে পাসের হার ১০০%। ২১৪৯ জন শিক্ষার্থীর মধ্যে নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা ছিল ২০৯৬ জন এবং অনিয়মিত শিক্ষার্থীর সংখ্যা ৫৩ জন। উলেস্নখ্য, উচ্চমাধ্যমিক পরীক্ষায় ১৯৯১-২০০২ সাল পর্যন্ত কলেজের গড় পাসের হার ছিল ৯৯.৪১% এবং জিপিএ পদ্ধতিতে ২০০৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত ১৭ বছরে কলেজের গড় পাসের হার ৯৯.৬৮%। উলেস্নখ্য, ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এই কলেজ ১৯৯৬ ও ২০০২ সালে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজর্ যাংকিং ২০১৫, ২০১৬ ও ২০১৭-এ ঢাকা কমার্স কলেজ দেশের সেরা বেসরকারি কলেজের স্বীকৃতি অর্জন করে।