বিদেশে উচ্চশিক্ষা

স্বল্প খরচে মালয়েশিয়ায়

প্রকাশ | ০১ আগস্ট ২০১৮, ০০:০০

তানভীর রায়হান
বাংলাদেশে একটি প্রচলিত ও প্রতিষ্ঠিত ধারণা যে উচ্চ শিক্ষাথের্ যেমন ইংল্যান্ডের বিকল্প নেই ঠিক স্কুলের ক্ষেত্রেও দাজিির্লং এর বিকল্প নেই। এই ধারণাকে সম্পূণর্ ভুল প্রমাণ করতে এগিয়ে এসেছে মুসলিম অধ্যুষিত ও এশিয়ার ইউরোপ খ্যাত মালয়েশিয়ায় অবস্থিত “ভিক্টোরিয়া ইন্টারন্যাশনাল স্কুল”। এই স্কুলের অন্যতম বৈশিষ্ট্য আপসহীন আন্তজাির্তক মানের শিক্ষা ও আবাসন। একটি শিশুর সাবির্ক বিকাশের জন্য প্রথমত তার মেধা মনোনের বিকাশ দ্বিতীয়ত, তার চারিত্রিক দৃঢ়তা এবং শারীরিক ও মানসিক বিকাশকে গুরুত্ব দিতে হবে। এসব গুণাবলি একজন ছাত্র-ছাত্রী শুধু একাডেমিক বা পুথিগত শিক্ষার মাধ্যমে কখনোই অজর্ন করতে পারে না। ছাত্র-ছাত্রীর প‚ণর্ বিকাশের জন্য প্রয়োজন মূলত লেখাপড়ার পাশাপাশি পূণর্ মাত্রায় খেলাধুলার সুব্যবস্থা নিশ্চিত করা। সেই লক্ষ্যে “ভিক্টোরিয়া ইন্টারন্যাশনাল স্কুল” বাংলাদেশের অভিভাবকদের কথা বিবেচনায় রেখে শিক্ষা ও আবাসনের খরচ নিধার্রণ করেছেন সাধ্যের মধ্যে। এদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে- প্রত্যেক ছাত্র/ছাত্রীকে তাদের পছন্দের যে কোনো একটি খেলাকে পাঠ্যক্রমে বাধ্যতামূলকভাবেই অন্তভুর্ক্ত করতে হবে। পাশাপাশি এখানকার প্রত্যেক শিক্ষাথীর্ বিনামূল্যে পাচ্ছে ‘নিলাই স্প্রিং গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের” গবির্ত মেম্বারশিপ লাভের অভ‚তপূবর্ সুযোগ। একই সঙ্গে এখানকার শিক্ষাথীর্রা এ লেভেল শেষ করার পরে ইউরোপ, অষ্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা তথা বিশ্বের সমগ্র দেশের নামিদামি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূণর্ যে কোনো বিষয়ে ভতির্ হওয়ার যোগ্যতা সুযোগ পাবে। এদিকে প্রতিষ্ঠানটির এক্সক্লুসিভ এজেন্ট ওভারসিস স্টাডি কাউন্সিলিং লিঃ (ওএসসিএল) ছাত্র/ছাত্রীর সঙ্গে বাংলাদেশের অভিভাবকদেরও মালয়েশিয়ায় বসবাসের জন্য ভিসার নিশ্চয়তা প্রদান করছে। সন্তানের পড়ালেখা চলাকালীন সময় অভিভাবকরা মালয়েশিয়াতে ব্যবসা করার নিশ্চিত সুযোগ পাবেন। এসব বিষয়ে অভিভাবকদের সব প্রশ্নের উত্তর প্রদানের জন্য ৪ আগস্ট, সকাল ১১টায় ওএসসিএল অফিস প্রাঙ্গণে একটি ফ্রি সেমিনারের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, গত ৫ বছর যাবৎ ওএসসিএলের মহা ব্যবস্থাপক দায়িত্বে নিয়োজিত আছেন সাজেদা খাতুন, যিনি এডুকেশন কাউন্সিলর এবং এডুকেশন কো-অডিের্নটর হিসেবে ব্রিটিশ কাউন্সিল, ঢাকায় সুনামের সঙ্গে দীঘর্ ১৯ বছরের চাকরিজীবন শেষে অবসর গ্রহণ করেছেন। অনুরূপ ওএসসিএল এর কণর্ধার মুশফিকুর রহমান মোহন, ২ যুগের অধিক সময় বিদেশে ছাত্র/ছাত্রী প্রেরণের ব্যাপারে কাজ করে আসছেন, বিশেষ করে তিনি বাসাস (ঋড়ৎসবৎ, ঞযব অঢ়ঢ়ৎড়াবফ চধৎঃহবৎ ড়ভ ইৎরঃরংয ঐরময ঈড়সসরংংরড়হ ইধহমষধফবংয)-এর সভাপতি। আগামী সেপ্টেম্বর থেকে ভতির্ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে “ভিক্টোরিয়ায়। আর এ বিষয়ে বিস্তারিত জানতে ফোন : ০১৯১৪২৪৩০৫১ ও িি.িড়ংপষনফ.পড়স উল্লেখ্য, মালয়েশিয়া বতর্মানে শুধু এশিয়ার মধ্যেই নয়, বরং সারাবিশ্বে একটি উন্নত দেশ হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে। শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি সবের্ক্ষত্রে মালয়েশিয়া পৃথিবীর বুকে একটি মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। আর তাই বিশ্ববাসীর নজর এখন এশিয়ার এই দেশটির দিকে।