চায়না রেডিও কনফ্যুসিয়াস সনদ বিতরণ

প্রকাশ | ০১ আগস্ট ২০১৮, ০০:০০

ক্যাম্পাস ডেস্ক
‘চায়না রেডিও ইন্টারন্যাশনাল ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশন কনফ্যুসিয়াস ক্ল্যাসরুমের সনদ বিতরণ উপলক্ষে এক বণার্ঢ্য অনুষ্ঠানের আয়োজন করে শান্ত-মারিয়াম ফাউন্ডেশন। গত সোমবার শান্ত-মারিয়াম ইউনিভাসিির্ট অব ক্রিয়েটিভ টেকনোলজির সভাকক্ষ ক্রিয়েটিভ হাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. আহসানুল কবীর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারার আকিের্টক্ট এ আর. হোসনে আরা রহমান, প্রক্টর ড. গোলাম মোস্তাফা, সিআরআই এসএমএফ কনফ্যুসিয়াস ক্ল্যাসরুমের চায়নিজ ডিরেক্টর মিস কোং জিয়াজিয়া, শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী ও কমর্কতার্-কমর্চারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও চায়নিজ পাটের্র উপস্থাপকগণ উপস্থিতিদের উষ্ণ অভ্যথর্না জানান, এরপর বাংলাদেশ ও চায়নিজ পাটের্র সম্মানীত অতিথিবৃন্দ অনুষ্ঠানের উদ্বোধন তথা শুভ সূচনা ঘোষণা করে গুরুত্বপূনর্ বক্তব্য রাখেন। অতঃপর অনুষ্ঠিত হয় আয়োজনের মূল পবর্-সনদ বিতরণ অনুষ্ঠান। এই পবের্ কনফ্যুসিয়াস ক্ল্যাসরুমের লেভেল ওয়ান স্টুডেন্টদের মধ্যে সনদ বিতরণ করেন উপস্থিত অতিথিবৃন্দ। এই পবর্ শেষে কনফ্যুসিয়াস ক্ল্যাসরুমের শিক্ষাথীর্ মুহসিনা ফেরদৌসী ‘লেট দ্য মুন সে আই লাভ ইউ’ শীষর্ক এক চমৎকার চায়নিজ সঙ্গীত এবং আর এক শিক্ষাথীর্- জোবায়দা তাসনিম দেওয়ান ‘দ্য জয় অব স্ন্যু’ শীষর্ক এক মনোলোভা চায়নিজ কবিতা পরিবেশন করেন। সাংস্কৃতিক পবর্ শেষে অতিথিবৃন্দের সাথে ফটোসেশনে অংশ নেন সনদপ্রাপ্ত শিক্ষাথীর্রা। উল্লেখ্য, গেøাবাল ভিলেইজের দ্রæত পরিবতর্নশীল শিক্ষা ও আথর্-সামাজিক পেক্ষাপটের সঙ্গে সমন্বয় রক্ষার উদ্দেশ্যে শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও চায়না রেডিও ইন্টরন্যাশনাল বাংলাদেশে যৌথভাবে ‘সিআরআই’ নামক একটি সংস্কৃতি ও ভাষাশিক্ষা কেন্দ্র চালু করে। আর এই কেন্দ্রের উদ্যোগে চীনা ভাষা শিক্ষার ওপর সিআরআই কনফ্যুসিয়াস ক্ল্যাসরুম ও মাশার্ল আটর্ কোসর্ পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির বাংলাদেশ ও চায়নিজ পাটের্র পরিচালক ও সনদপ্রাপ্ত শিক্ষাথীের্দর অভিনন্দন ও শুভ কামনা জানান এবং এই কোসের্র বহুমুখী সম্ভাবনার বিষয়টি তুলে ধরেন।