পাবিপ্রবিতে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা সেমিনার

প্রকাশ | ০১ আগস্ট ২০১৮, ০০:০০

ক্যাম্পাস ডেস্ক
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) পুষ্টি ও খাদ্য নিরাপত্তার ওপর “এনসিওরিং সেফ ফুড অ্যান্ড ইনক্রিসড নিউট্রিশন টু বিল্ড হেলদি ন্যাশন” শিরোনামে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি এন্ড ইনফরমেশন সেন্টার ভবন এর তৃতীয় তলার ডিজিটাল কনফারেন্স রুমে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুড অ্যানালাইসিস এন্ড রিসাচর্ ল্যাবরেটরি, অ্যাডভান্স রিসাচর্ সেন্টারের বিভাগীয় প্রধান, প্রধান গবেষক ও সহযোগী অধ্যাপক ড. মো. লতিফুল বারী । প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এম রোস্তম আলী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম।