শেকৃবিতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা

প্রকাশ | ০১ আগস্ট ২০১৮, ০০:০০

ক্যাম্পাস ডেস্ক
জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের স্মরণে ৩০ লাখ বৃক্ষরোপণ কমর্সূচির অংশ হিসেবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কমর্সূচি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে উপাচাযর্ অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ এ কমর্সূচির উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি চত্বর, ছাত্রলীগের অফিস চত্বর, বিভিন্ন হলের সামনে জলপাই, হরীতকী, বহেরা, অজুর্ন, লেবু, আম, আমড়া গাছসহ বিভিন্ন ফলদ ও ওষুধি গাছ লাগানো হয়। কমর্সূচিতে আরও উপস্থিত ছিলেন ছাত্র পরামশর্ ও নিদের্শনা পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, কৃষকরতœ শেখ হাসিনার হল প্রভোস্ট ড. আয়েশা আক্তার, শেকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি এসএম মাসুদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানসহ শিক্ষক, কমর্কতার্ ও ছাত্রলীগের নেতাকমীর্রা। এ সময় উপাচাযর্ অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ শিক্ষাথীের্দর গাছ লাগানোর জন্য উৎসাহিত করার পাশাপাশি প্রধানমন্ত্রীর এই কমর্সূচিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, উদ্ভিদ আমাদের জীবন রক্ষা করে। উদ্ভিদ ছাড়া কোনো প্রাণী বেঁচে থাকা সম্ভব না। তাই বেশি বেশি করে গাছ লাগাতে হবে। একটি বৃক্ষ কাটার প্রয়োজন হলে সেখানে একাধিক বৃক্ষ রোপণ করতে হবে।