কানাডিয়ান ইউনিভার্সিটিতে 'মাল্টিল্যাঙ্গুয়ালিজম' সেমিনার

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৯, ০০:০০

ক্যাম্পাস ডেস্ক
আন্তর্জাতিক পেশায় 'মাল্টিল্যাঙ্গুয়ালিজম' (বহু ভাষার) প্রয়োজনীয়তা বিষয়ে সেমিনার ০৭ আগস্ট, ২০১৯ (বুধবার) কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ওসবর্ন গ্রম্নপের ডিরেক্টর জেনারেল মি. বিল ড্যারেঞ্জার সেমিনারে কিনোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন। কানাডিয়ান ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের এক্সিকিউটিভ চেয়ারম্যান শাহনুল হাসান খান, বোর্ড অব ট্রাস্টিজের অ্যাডভাইজার প্রফেসর ড. নজরুল ইসলাম, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স ডিন প্রফেসর উইলিয়াম এইচ ড্যারেঞ্জার সেমিনারে বক্তব্য প্রদান করেন। এসময় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিভিন্ন অনুষদের প্রধান এবং সিনিয়র শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।