চুয়েটে ভর্তি পরীক্ষা ১২ অক্টোবর

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৯, ০০:০০

ক্যাম্পাস ডেস্ক
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১২ অক্টোবর, শনিবার অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টায় ভর্তি পরীক্ষা শুরু হয়ে চলবে বেলা ১টা পর্যন্ত। এ ছাড়া মুক্তহস্ত অংকন একই দিন বিকাল ২টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে চলবে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হবে আগামী ২৫ আগস্ট থেকে। অনলাইনে আবেদনপত্র গ্রহণ শেষ হবে ১৫ সেপ্টেম্বর। 'অ' লেভেল ও বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রার্থীদের আবেদনপত্র গ্রহণ করার সময় ২৫ আগস্ট হতে শুরু হয়ে আবেদন গ্রহণের শেষ সময় ১৫ সেপ্টেম্বর। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের রোলসহ নামের তালিকা প্রকাশ করা হবে আগামী ২৬ সেপ্টেম্বর। মেধানুযায়ী ভর্তির জন্য নির্বাচিত এবং অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে আগামী ২৭ অক্টোবর।