দেশীয় সংস্কৃতি বাঁচাতে বাংলায় কার্টুন

প্রকাশ | ২৪ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
আবুল বাশার মিরাজ এ যুগের শিশুদের খেলার নিত্যসঙ্গী হচ্ছে স্মার্টফোন কিংবা ট্যাব। বেশিরভাগ শিশুই স্মার্ট ডিভাইসে কার্টুন দেখা বা গেম খেলে সময় কাটাতে পছন্দ করে। জ্ঞানার্জন আর পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে পরিচিত করাতেও মা-বাবারা শিশুদের হাতে কার্টুন দেখাতে অভ্যস্ত করে থাকেন। বলতে গেলে একরকম স্মার্ট ডিভাইসেই লেখাপড়ায় হাতে খড়ি হয় শিশুদের। আর এ বিষয়টি মাথায় রেখেই বাংলা ভাষায় শিশুদের জন্য কার্টুন তৈরি শুরু করেছিলেন একদল তরুণ। পরে সেগুলো ইউটিউব চ্যানেলে প্রচার করেন। শিশুদের নিয়ে তৈরি এই চ্যানেলটির নাম দেয়া হয়েছে 'বিডি কিডস টিভি'। ইতোমধ্যে শিশুদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে চ্যানেলটি। মাত্র ২ বছরের ব্যবধানে এই চ্যানেলটি ইউটিউব কর্তৃক ভেরিফাইড এবং সিলভার বাটনও অর্জন করেছে। ২০১৭ সালে বিডি কিডস টিভি প্রতিষ্ঠা করেন খাইরুল বাশার নয়ন এবং সহ-প্রতিষ্ঠাতা মহিউদ্দিন মোস্তফা। এটি অ্যাডভারটাইজিং কোম্পানি ফিল্ম ক্যাসল ওয়ার্ল্ডওয়াইড লিমিটেডের একটি অঙ্গপ্রতিষ্ঠান। জানা গেছে, এটিই বাংলাদেশের প্রথম শিশুতোষভিত্তিক বৃহত্তর কার্টুন ইউটিউব চ্যানেল। এখানে জনপ্রিয় কার্টুনগুলোর মধ্যে রয়েছে- স্বাধীনতা যুদ্ধ ১৯৭১, ফেব্রম্নয়ারির গান, কাক ও কলসি, ছুটি, ইতল-বিতল, ট্রেন, আতাগাছে তোতা পাখি, কাজলা দিদি, আমাদের ছোট নদী, আমাদের দেশ, বাংলা বর্ণমালা প্রভৃতি। এছাড়া এখানে ছবি আঁকার কলাকৌশলের ওপরও বেশ কিছু কার্টুনও রয়েছে। চ্যানেলটির কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে প্রতিষ্ঠাতা খাইরুল বাশার নয়ন বলেন, 'বিশ্বে প্রতিনিয়ত শিশুদের জন্য নিত্য-নতুন সব কার্টুন সিরিজ নির্মিত হচ্ছে। কিন্তু বাংলা ভাষায় কার্টুন সিরিজের সংখ্যা খুবই কম। শিশুরা বিদেশি কার্টুনগুলো দেখে অন্য দেশের সংস্কৃতি শিখছে। শিশুদের এ থেকে বাঁচাতেই আমরা চ্যানেলটির কার্যক্রম শুরু করি। দেশীয় সংস্কৃতি, কৃষ্টি ধরে রেখে শিশুদের প্রতিভার বিকাশ ঘটানোই আমাদের প্রধান উদ্দেশ্য।'