কলেজিয়েট প্রোগ্রামিংয়ে সেরা ঢাবি

প্রকাশ | ০৮ আগস্ট ২০১৮, ০০:০০

ক্যাম্পাস ডেস্ক
বণার্ঢ্য আয়োজনে শেষ হয়েছে জাতীয় কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা (এনসিপিসি-২০১৮)। ইন্টারন্যাশনাল ইউনিভাসিির্ট অব বিজনেজ এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) সিএসই বিভাগের আয়োজনে সোমবার ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় ৭২টি বিশ্ববিদ্যালয়, ২টি কলেজ ও ১টি পলিটেকনিক থেকে মোট ৪৭৭জন অংশ নেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অজর্ন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঊঢ়রহবঢ়যৎরহব দল। প্রথম রানারআপ হয়েছে বুয়েটের অিিি দল এবং দ্বিতীয় রানারআপ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ুঁপপনড়ঃ.বীব বীব) দল। এ ছাড়াও দেশের ৮টি বিভাগের জন্য বিভাগীয় পযাের্য় ৮টি, মেয়েদের মধ্যে একটি এবং দ্রæতম সময়ে সমস্যা সমাধানের জন্য ১০টি, সবের্মাট ২৯টি পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউবিএটির ভিসি প্রফেসর ড. আব্দুর রব। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক এনামুল কবির, প্রযোগিতার পরিচালনা কমিটির প্রধান প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ।