শিক্ষাথীের্দর সচেতনতাই লক্ষ্য

প্রকাশ | ০৮ আগস্ট ২০১৮, ০০:০০

আবু হানিফ
ব্রিটিশ আমেরিকান রিসোসর্ সেন্টার এবং ওয়েসিস ইন্টারন্যাশনালের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি
সম্প্রতি ব্রিটিশ আমেরিকান রিসোসর্ সেন্টারের মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেলো ব্রিটিশ আমেরিকান রিসোসর্ সেন্টার এবং ওয়েসিস ইন্টারন্যাশনাল এর মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি। এই চুক্তি স্বাক্ষর করেন ব্রিটিশ আমেরিকান রিসোসর্ সেন্টারের নিবার্হী পরিচালক মোহাম্মদ মারুফ ফিরোজ এবং ওয়েসিস ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান। এই দ্বিপক্ষীয় চুক্তির আওতায় দেশের বিভিন্ন জেলা শহরে এবং রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বইমেলা সেমিনার, ওয়াকর্শপ এবং সচেতনতামূলক কাযর্ক্রম সমূহ বাস্তবায়ন করার জন্য দু’পক্ষই এক বিশেষ কমর্পরিকল্পনা তথা লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করার ব্যাপারে সম্মত হন। আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর শেষে ব্রিটিশ আমেরিকান রিসোসর্ সেন্টারের নিবার্হী পরিচালক তার বক্তব্যে বলেন, ‘আমরা তরুণ সমাজকে এই মমের্ সুখবর দিতে চাই যে, আমাদের প্রিয় এই দেশ ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে। তবে সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা এগিয়ে চলার পথকে আরও মসৃণ করতে পারি, পারি বিশ্ব দরবারে বাংলাদেশের মানচিত্র তথা ভাবমূতিের্ক সমুজ্জ্বল করতে। এজন্য বিশেষ করে দরকার তোমাদের তরুণদের নিজেদের মেধা তথা যোগ্যতার ব্যাপারে আত্মবিশ্বাস রাখা এবং নিবিের্ঘœ এগিয়ে যাওয়া।’ দ্বিপক্ষীয় এই চুক্তি স্বাক্ষরের সময় দুই প্রতিষ্ঠানের কমর্কতার্ ও সমাজের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। রাজধানীর এবং বিভিন্ন জেলা শহরের স্কুল-কলেজগুলোয় নিয়মিত বইমেলা এবং শিক্ষামূলক কাযর্ক্রম চালু থাকলে তা ছাত্রছাত্রীদের সচেতনতা বৃদ্ধিতে সাহায্য করবে।