ইবিতে ভর্তিযুদ্ধের খুঁটিনাটি

প্রকাশ | ২৮ অক্টোবর ২০১৯, ০০:০০

রায়হান মাহবুব
আগামী ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। যা চলবে ৬ নভেম্বর পর্যন্ত। স্বপ্নের এ বিদ্যাপীঠে জায়গা করে নিতে হলে প্রতি আসনের বিপরীতে ২৭ শিক্ষার্থীকে লড়তে হবে। এ বছর বিশ্ববিদ্যালয়ের ৩৪ বিভাগে মোট ২ হাজার ৩০৫টি আসনের বিপরীতে ৬১ হাজার ৯৪২ জন ভর্তিচ্ছু আবেদন করেছে। আবেদনকারীরা আগামী ১ নভেম্বর রাত ১২টা পর্যন্ত প্রবেশপত্র উত্তোলন করতে পারবে। 'এ' ইউনিট : এই ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে আবেদন করেছে ২ হাজার ২২৩ জন। আসন প্রতি লড়বে ৯ জন ভর্তিচ্ছু। 'বি' ইউনিট : এই ইউনিটে ১ হাজার ৬৫টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২৭ হাজার ৬৩৭টি। প্রতি আসনের বিপরীতে লড়বে ২৬ জন। 'সি' ইউনিট : এ ইউনিটে ৪৫০টি আসনের বিপরীতে আবেদন করেছে ৮ হাজার ৯৩০ জন শিক্ষার্থী। যেখানে আসন প্রতি প্রতিদ্বন্দ্বী ২০ জন। 'ডি' ইউনিট : এখানে ৫৫০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২৩ হাজার ১৫২টি। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে ভর্তিযুদ্ধে অংশ নেবেন ৪২ জন। 'এ' ইউনিট : ৪ নভেম্বর সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত। 'সি' ইউনিট : ওইদিন বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রোল ০১ থেকে ৫৬০২ পর্যন্ত এবং দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত রোল ৫৬০৩ থেকে ৮৯৩০ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। 'বি' ইউনিট : ৫ নভেম্বর সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত রোল ০১ থেকে ৬৯১০, সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত রোল ৬৯১১ থেকে ১৩৮২০, দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত রোল ১৩৮২১ থেকে ২০৭৩০ এবং বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত রোল ২০৭৩১ থেকে ২৭৬৩৭ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। 'ডি' ইউনিট : ৬ নভেম্বর সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত রোল ০১ থেকে ৬৯১০, সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত রোল ৬৯১১ থেকে ১৩৮২০, দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত রোল ১৩৮২১ থেকে ২০৭৩০ এবং বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত রোল ২০৭৩১ থেকে ২৭৬৩৭ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।