রাবি সাংবাদিক সমিতির সুবর্ণজয়ন্তী উদযাপন

প্রকাশ | ২৮ অক্টোবর ২০১৯, ০০:০০

য় ক্যাম্পাস ডেস্ক
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী (সুবর্ণজয়ন্তী) উদযাপিত হয়েছে। শবিবার বেলা পৌনে ১১টায় বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনের সামনে বেলুন উড়িয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান। এর আগে সকাল সাড়ে ১০টায় সিনেট ভবনের সামনে থেকে একটির্ যালি বের করা হয়।র্ যালিটি জোহা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইকবাল সোবহান বলেন, 'আমাদের জাতীয় জীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনেক ভূমিকা আছে। তবে সেটা এই জন্য নয় যে, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনেক বিস্তৃত ভূমি রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের ডা. শামসুজ্জোহা রক্ত দিয়ে স্বাধীনতার বীজবপন করেছিলেন। অর্থনীতি বিভাগের প্রফেসর ইউনুস জীবন দিয়ে অশুভ চিন্তা, শক্তির বিরুদ্ধে লড়াই করেছিলেন।' বিশেষ অতিথির বক্তব্যে রাবি ভিসি প্রফেসর এম আব্দুস সোবহান বলেন, 'একটি সংগঠনের ৫০ বছর পূর্তি এমনি এমনি হয় না। একে দাঁড় করানোর পেছনে অনেকের পরিশ্রম থাকে। সংগঠনের যিনি নেতৃত্বে থাকেন তাকে মূল ভূমিকা রাখতে হয়। সংগঠনের সদস্যরা যদি তাকে সহযোগিতা করে তবে সংগঠন এগিয়ে যায়।' এ ছাড়া সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুজ্জামান এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য রাখেন। এ ছাড়া অনুষ্ঠানে সাবেক সাধারণ সম্পাদক কে এম শহীদুল হকের ধন্যবাদ জ্ঞাপনের পর অধ্যাপক মলয় ভৌমিক সভাপতির বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওসমান গণি তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।