সিকৃবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রকাশ | ২৩ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্যাম্পাস ডেস্ক পূর্ণ ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পতাকা অর্ধনমিত করার মাধ্যমে দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। সকালে প্রশাসনিক ভবনের সামন থেকে একটি শোর্কযালি শুরু হয়ে কেন্দ্রীয় শহিদমিনারে গিয়ে সমাপ্ত হয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।র্ যালির শুরুতেই কালোব্যাজ ধারণ করেন সবাই। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. মতিয়র রহমান হাওলাদারর্ যালিটির নেতৃত্ব দেন। এ সময় রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব, ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মো. আবু সাঈদ, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. মিটু চৌধুরীসহ বিভিন্ন অনুষদের শিক্ষকরা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, সাধারণ শিক্ষার্থীরা ও ছাত্রলীগ শাখার নেতাকর্মীরা শোর্কযালিতে অংশ নেন।র্ যালি শেষে ১৪ ডিসেম্বর নিহত সব বুদ্ধিজীবীদের স্মৃতিকে সামনে রেখে শহিদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীদের পুষ্পস্তবক অর্পণ করতে দেখা যায়। পুষ্পস্তবক অর্পণ শেষে সিকৃবির ভিসি ড. মতিয়ার এক বক্তৃতায় বলেন, 'একাত্তরের বিপক্ষ শক্তি নিশ্চিত পরাজয় বুঝতে পেরে ১৪ ডিসেম্বর এই নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল। যেসব মেধাবী মানুষকে খুন করা হয়েছে তাদের অভাব পূরণ হওয়ার নয়।' তিনি সঠিক বুদ্ধিবৃত্তি চর্চার মাধ্যমে ১৪ ডিসেম্বরের প্রতিশোধ নেওয়ার জন্য উপস্থিত শিক্ষার্থীদের আহ্বান জানান। অন্যদিকে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহিদ বুদ্ধিজীবী দিবস পলিত হয়েছে। দিবসটি উপলক্ষে ভিসি প্রফেসর ড. হারুন-অর-রশিদের নেতৃত্বে শহিদ বুদ্ধিজীবী স্মারকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, প্রফেসর ড. মো. মশিউর রহমান, ট্রেজারার প্রফেসর মো. নোমান উর রশীদ, বিভাগীয় প্রধানসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।