বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নতুনধারা
  ০৬ জানুয়ারি ২০২০, ০০:০০

মুজিববর্ষ-২০২০ উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচি

য় ক্যাম্পাস ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আখতারুজ্জামান পরিবেশ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে কার্যকর ভূমিকা পালনের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। ভিসি শনিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে (টিএসসি) ১৯৯৫-৯৬ সেশনের শিক্ষার্থীদের সংগঠন 'ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্স'র (ডুফা) তৃতীয় পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।

\হশেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহকারী প্রতিনিধি ড. নূর আহমেদ খন্দকার এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।

ডুফা'র সভাপতি এ কে এম এনায়েত হোসেন পলস্নব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন ডুফা'র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম আশা।

প্রফেসর আখতারুজ্জামান বলেন, 'মুজিববর্ষ-২০২০' উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে ক্যাম্পাসকে সবুজায়ন করা, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম ও সম্মেলনের আয়োজন, বিশ্ববিদ্যালয়কে আটোমেশনের আওতায় আনা প্রভৃতি।

ইতোমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পলিথিন ও পস্নাস্টিকমুক্ত বলে ঘোষণা করা হয়েছে উলেস্নখ করে তিনি বলেন, এসব কর্মসূচি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভিসি ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্যও সবার প্রতি আহ্বান জানান।

পরে মোজাফ্‌ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে পৃথক এক অনুষ্ঠানে জাতীয় প্রফেসর ড. রফিকুল ইসলামকে সম্মাননা প্রদান করা হয়।

এ অনুষ্ঠানেও ভিসি প্রফেসর ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রেন্ডস অ্যালামনাই এ অনুষ্ঠানের আয়োজন করে।

বশেফমুবিপ্রবিতে বিশ্ববিদ্যালয়

দিবস পালন

য় ক্যাম্পাস ডেস্ক

জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) ১ম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।এরপর ভিসির নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে বের হয়ে মালঞ্চ নতুন বাজার হয়ে আবার ক্যাম্পাসে ফিরে আসে।

সকাল ১০টা ৪৫ মিনিটে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা করেন ভিসি প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ। আলোচনা সভার পরে বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ভিসি প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, জামালপুর-০২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল, জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, বশেফমুবিপ্রবি রেজিস্ট্রার খন্দকার হামিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বাসির উদ্দীন। এ ছাড়াও শোভাযাত্রায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা- কর্মচারীরা।

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই পুনর্মিলনী

য় ক্যাম্পাস ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১২তম পুনর্মিলনী ৩ জানুয়ারি, ২০২০ টিএসসি চত্বরে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের চেয়ারম্যান ও দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মো. সাজাহান মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. আজিজুন্নাহার ইসলাম স্বাগত বক্তব্য রাখেন। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহফুজা রহমান চৌধুরী বাবলী ধন্যবাদ জ্ঞাপন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অসচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য সাবেক শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, অত্যন্ত প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মাধ্যমে দেশের সেরা মেধাবী শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়। এই মেধাবীদের যথাযথভাবে পরিচর্যা করতে হবে। অর্থাভাবে যাতে এসব মেধাবী ঝরে না পড়ে, সেদিকে সমাজের বিত্তবানদের নজর দিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<83080 and publish = 1 order by id desc limit 3' at line 1