জাতির জনককে স্মরণ করতে নানা উদ্যোগ

প্রকাশ | ১৩ জানুয়ারি ২০২০, ০০:০০

ক্যাম্পাস ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০-২১ খ্রিষ্টাব্দকে মুজিব বর্ষ হিসেবে পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার। তারই আলোকে জাতির জনককে স্মরণ করতে নানা উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ভিসির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব পদক্ষেপের কথা জনানো হয়। এতে গৃহীত পদক্ষেপসমূহের তালিকা পাঠ করেন বিশ্ববিদ্যালয় প্রক্টর এস এম মনিরুল হাসান। গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে- কুরআন খতম, আনন্দ শোভাযাত্রা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'শিক্ষা দর্শন' সংক্রান্ত সেমিনার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'কর্ম ও জীবন'ভিত্তিক সেমিনার, ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য ও কর্মময় জীবনভিত্তিক কুইজ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, ডকুমেন্টারি প্রদর্শন, দেয়ালিকা প্রকাশ, আনন্দ ভোজ। ছাত্রছাত্রীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান, কেক কাটা, শিশু সমাবেশ, শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পাপেট শো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য ও কর্মময় জীবনভিত্তিক শর্টফিল্ম বানানো, কবিতা আবৃত্তি, বঙ্গবন্ধু স্মারক বক্তৃতা ও বইমেলা। সংবাদ সম্মেলনে ভিসি প্রফেসর ড. শিরিণ আখতার বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাবছর জুড়ে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করব। বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল, ফ্যাকাল্টি কর্তৃপক্ষের ভিন্ন ভিন্নভাবে প্রায় একশ'র মতো আমাদের কর্মসূচি রয়েছে। আমরা সৌভাগ্যবান যে, মুজিববর্ষ পেয়েছি। আবার বাংলাদেশেরও সুবর্ণজয়ন্তী পাব। এসব আয়োজনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনরা এবং প্রক্টর ও সহকারী প্রক্টররা উপস্থিত ছিলেন।