ই স লা মী বি শ্ব বি দ্যা ল য়

রুদ্ধশ্বাসের একদিন

প্রকাশ | ০৩ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

সাজ্জাদ হোসেন
২৮ জানুয়ারি 'আলোড়িত৩০' সংগঠনের সদস্যদের এক অনন্য গাথা দিন। 'আলোড়িত৩০' হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের একটি সুবিশাল প্রাঙ্গণ। বন্ধুত্বের গিঁটকে দৃঢ় রাখতে প্রতিষ্ঠিত সংগঠনটির পূর্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এত বড় আকারে সদস্য জড়ো হওয়ার নজির দেখা যায়নি। মানুষ নতুনভাবে কোনো অচেনা পরিবেশে গেলে যেমনটা অস্বস্তিকর এক ভাব কাজ করতে থাকে ঠিক তেমনি যখন সেই পারিপার্শ্বিক অবস্থানটা আস্তে আস্তে পরিচিত হয় তখন স্বাচ্ছন্দ্যবোধের আর শেষ থাকে না। কিন্তু অপ্রিয় সত্য তাকে তো বেশিদিন টিকতে দেয় না। প্রকৃতির করুণ সুর চরম মমতাকে বিচ্ছিন্ন করতে বাধ্য করে। সেই প্রথম অচেনা জায়গার অস্বস্তিটার মতো আবার যেন তাকে কাতরায়। প্রিয় মানুষগুলোর আর্তনাদে খানিকটা যাওয়ার পথে আটকে পড়ে যায়। র্'যাগ ডে' কথাটি আপাতদৃষ্টিতে শুনলে এক আনন্দঘন আবহাওয়ার কথা মনে করিয়ে দেয়। সেই অনন্য গাথা দিনটি ছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের সব শিক্ষার্থীর র্'যাগ ডে'। দিনটির শুরুটা হয়েছিলর্ যালি ও হৈ-হুলেস্নাড় দিয়ে। সুপ্রশস্তর্ যালিটি ক্যাম্পাসের বিভিন্ন চত্বর প্রদক্ষিণ করে জানিয়ে দিয়েছিল বিদায় বেলার ঘণ্টাধ্বনির। ক্যাম্পাসের মাতৃকোল থেকে অর্জনের সময়ের যে অনেকটা ইতি হয়েছে সেদিনের পরিবেশটা সে উদ্বেগ স্মরণ করিয়ে দেয়। তবে বন্ধুত্বের পাগলামিতে মুখে আবিরের ছড়াছড়ি বলে দিয়েছিল এই বন্ধন ক্ষণিকের নয়, চির অম্স্নান। একে অপরের মুখে আবির লাগানোই বিচার করছিল এই মধুর প্রাঙ্গণে কতটা বিচরণ ছিল তাদের। প্রতিদিন ক্লাসের ব্যস্ত দিনগুলোর মাঝে খুনসুটি ভাবনার স্মৃতিগুলো যেন সদ্য পার করে আসা। প্রতিটি ক্লাসেই একজন দুষ্ট ছাত্র থাকে। প্রেজেন্টেশন দেওয়ার সময় পেছন থেকে দুষ্ট বন্ধুর দুষ্টুমি একটু বিরক্তি নিয়ে সহ্য করতে হলেও ক্লাস শেষে তার যে গণধোলাই সেই ছবিটি ভাসছিল র্'যাগ ডে'তে সবার চোখে। অতঃপর কেক কাটা শেষে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের সর্বশেষ প্রান্তে 'আভাস' ব্যান্ডের গীতিকার তানযীর তুহীনের 'পুরানো সে দিনের কথা, ভুলবি কি রে হায়' গানটির সুরে চাপা রুদ্ধশ্বাস বেরিয়ে আসে সবার মাঝে থেকে। জমিয়ে থাকা বেদনাগুলো ঝড়ে পড়ছিল কান্না হয়ে। এ যেন এক প্রকৃতির দেয়া রহস্যময় সম্পর্ক। অমলিন থাকুক এই অটুট বাঁধন।