আনন্দময় ব্যবহারিক ক্লাস

প্রকাশ | ০৩ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

তানিউল করিম জীম
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
সবুজছায়ায় ঘেরা, প্রকৃতিকন্যা খ্যাত ১২০০ একরের এক বিস্তৃর্ণ বেষ্টনী ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। কঠিন ভর্তিযুদ্ধ শেষে একজন শিক্ষার্থী এই সবুজ ক্যাম্পাসে ভর্তির সুযোগ পায়। ভর্তির পরে প্রতিটি শিক্ষার্থী হারিয়ে যায় সবুজের মায়ার ছায়ায়। কৃষি মানে কৃষক ও মাটির যোগসূত্র। তাই কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সব শিক্ষার্থীকে সম্পর্ক করতে হয় মাটির সঙ্গে। তত্ত্বীয় শিক্ষার পাশাপাশি সব বিষয়েই রয়েছে প্র্যাকটিক্যাল শিক্ষার ব্যবস্থা। শিক্ষার্থীরা বলেন, সেদিন ছিল আমাদের হর্টিকালচার (উদ্যানবিদ্যা) প্র্যাকটিক্যাল ক্লাস। আমরা গ্রম্নপে ছিলাম ২০ জন। সিডবেড কি, কিভাবে তৈরি করতে হয়, সিডবেডের প্রয়োজনীয়তা সম্পর্কে ক্লাস নেন তামান্না ম্যাম। এরপর ম্যাম বললেন- যা পড়িয়েছি সে অনুযায়ী সবাইকে আজ কোদাল দিয়ে মাটি কেটে সিড বেড তৈরি করতে হবে। সিড বেড হলো নতুন চারাগাছ জন্মানোর উপযুক্ত মাধ্যম। সতেজ ও রোগমুক্ত চারাগাছের জন্য সিড বেডের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আমাদের মধ্যে জাকিয়া আর শরিফের আগ্রহটা ছিল সবচেয়ে বেশি। তারা কোদাল হাতে চলে যায় মাঠে সিড বেড তৈরি করতে। অন্যরা প্রথমে একটু ইতস্তত বোধ করলেও পরে ম্যামের নির্দেশে মাঠে যায়। কোদাল দিয়ে মাটি কুপিয়ে মাটি আলগা করে শরিফ, সায়েম, আশরাফুল ও মামুন। ম্যাম ছিল না বলে স্বর্ণা, মাম্পি, ঐশারা মিলে ফটোগ্রাফি করতে থাকে অন্যদের কাজের। অন্যদিকে তারেক, ইভা ও কফিল পুরাতন যুগের রোমান্টিক গান ছেড়ে দেয় মোবাইলে। মনে হচ্ছিল যেন গানের তালে তালে সবাই কাজে জোশ পাচ্ছে। মোহনা ও মীম পরে জাকির সঙ্গে মাটি থেকে আগাছা, নুড়ি, পাথর পরিষ্কার করতে থাকে। এদিকে মামুন আর শরিফ মিলে সিড বেডের দুইপাশে মাটি কেটে নালা তৈরি করে। দুই পাশের কাটা মাটি দিয়ে পরে সিড বেডটি উঁচু করা হয়। যেন সিড বেডে পানি জমে থাকতে না পারে। পরে সিড বেডটিকে একটি আয়তকার সাইজ দেওয়া হয়। কাজ শেষে সবার মনেই একটা ভালো লাগা কাজ করছিল। সত্যিই, আনন্দের মাঝে আমরা একটা সিডবেড তৈরি করেছি। যেখানে পরের ক্লাসে বীজবপন করা হবে। মনে হচ্ছিল ১ ঘণ্টার জন্য আমরা সবাই কৃষক হয়ে গেছিলাম। সেই সঙ্গে কৃষকের কষ্টও কিছুটা বুঝতে পেরেছিলাম সেদিন। ক্লাস শেষে বিকালবেলায় সবাই বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বারের মোড়ে একসঙ্গে চায়ের কাপে চুমুক দিতে ব্যস্ত হয়ে পড়ি।