ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু

প্রকাশ | ১৬ মার্চ ২০২০, ০০:০০

রুমান হাফিজ
১৯৫২ সালের একুশে ফেব্রম্নয়ারি এ দেশের সালাম, বরকত, রফিক, জব্বার বুকের তাজা রক্ত দিয়েছেন। মাতৃভাষা খোদার সেরা দান। মাতৃভাষায় আমরা কথা বলব, হাসব, কাঁদব- এটা আমাদের জন্মগত অধিকার। এ অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা কারও নেই। কথাগুলো বলছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের প্রভোস্ট ড. লায়লা খালেদা। চবির শামসুন নাহার হলের উদ্যোগে প্রকাশ করা হয় 'ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু' শিরোনামে দেয়ালিকা। হলের শিক্ষক-শিক্ষার্থীদের প্রচেষ্টায় ব্যতিক্রমী এ দেয়ালিকার সাজানো হয়েছে ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান এবং ভাষা শহিদদের নিয়ে রচিত গল্প, প্রবন্ধ, ছড়া ও কবিতা দিয়ে। শিক্ষার্থীদের থেকে পাওয়া সেরা লেখাগুলো স্থান পেয়েছে পদয়ালিকায়। পদয়ালিকাটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করা হয়েছে। শামসুন নাহার হলের শিক্ষার্থী জান্নাতুল নাঈমা বলেন, বায়ান্নর ভাষা আন্দোলনে রফিক, শফিক, সালাম, বরকতের তাজা রক্তে আমরা পেয়েছি মায়ের ভাষায় কথা বলার অধিকার। সেদিন তাদের রক্তে লাল হয়েছিল ঢাকার রাজপথ। হলের প্রভোস্ট ম্যাম এবং শিক্ষকদের সহযোগিতা ভাষা দিবসে এমন আয়োজন করায় আমরা খুশি হয়েছি। হলের আবাসিক শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, হলের শিক্ষার্থীদের নিয়ে এমন সৃজনশীল নানা আয়োজন সারা বছরই অব্যাহত থাকে। আগামী দিনেও আরো ভালো কাজের চেষ্টার কথাও জানালেন তারা।