ঢাবিতে হ্যান্ড স্যানিটাইজার তৈরি বিতরণ বিনামূল্যে

প্রকাশ | ১৬ মার্চ ২০২০, ০০:০০

য় ক্যাম্পাস ডেস্ক
করোনাভাইরাস প্রতিরোধে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য তৈরি হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের উদ্যোগে তৈরি করা এসব হ্যান্ড স্যানিটাইজার ঢাবি শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল রিসার্চ সেন্টারে প্রাথমিকভাবে ওই স্যানিটাইজার তৈরি করা হয়েছে। ফার্মেসি অনুষদের শিক্ষকদের সহায়তায় ওই অনুষদের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা এটা তৈরি করছেন। রিসার্চ সেন্টারের পরিচালক প্রফেসর আ ব ম ফারুক ও ফার্মেসি অনুষদের ডিন প্রফেসর সিতেশ চন্দ্র বাছারের সহযোগিতায় ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের এসোসিয়েট প্রফেসর আব্দুল মুহিত শিক্ষার্থীদের নিয়ে কাজটি করছেন। এরই মধ্যে ২০০ বোতল তৈরির কাজ সম্পন্ন হয়েছে। নতুন করে আরও ২০০ বোতল তেরির কাজ চলছে। জানা গেছে, এসব স্যানিটাইজার প্রাথমিকভাবে ফার্মেসি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, আবাসিক হলের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে বিনামূল্যে বিতরণের পরিকল্পনা রয়েছে। ফার্মেসি বিভাগের নিজস্ব অর্থায়নে এসব জীবাণুনাশক তৈরি হচ্ছে।