গবিতে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করল ফার্মেসি বিভাগ

প্রকাশ | ২৩ মার্চ ২০২০, ০০:০০

ক্যাম্পাস ডেস্ক
সারা বিশ্বের মতো বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এর সংক্রমণে ইতোমধ্যে দেশে ৩ জনের মৃতু্য এবং ২৪ জন আক্রান্তের খবর পাওয়া গেছে। করোনার এ ভয়াবহ প্রাদুর্ভাব থেকে রক্ষায় হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছে সাভারের গণবিশ্ববিদ্যালয়ের (গবি) ফার্মেসি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। সংশ্লিষ্টরা জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফর্মুলায় প্রাথমিকভাবে ১০০ মিলির ১০০টি হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় দুয়েকদিনের মধ্যেই আরো এক হাজার তৈরি করা হবে। এ প্রক্রিয়া সম্পন্ন করতে বিভাগের সব শিক্ষক এবং কিছু শিক্ষার্থী সার্বিক সহায়তা করেন।ফার্মেসি বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মোছা. রোজিনা পারুল জানান, 'আমরা আপাতত স্বল্প পরিসরে এটা করেছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং আশপাশে যারা অর্থাভাবে হ্যান্ড স্যানিটাইজার কিনতে পারেন না তাদের মাঝে বিনামূল্যে বিতরণ করতে চাই। এ ব্যাপারে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি।' তৈরিকৃত স্যানিটাইজারগুলো আপাতত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে বিতরণ করা হবে।'