এডগার এলান পো

প্রকাশ | ০৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

হাট্টি মা টিম টিম ডেস্ক
এডগার এলান পো জন্মগ্রহণ করেন ১৮০৯ সালের ১৯ জানুয়ারি। তিনি একজন স্বাথর্ক আমেরিকান লেখক, কবি, সম্পাদক, সাহিত্য সমালোচক এবং তাকে বলা হয় আমেরিকান রোমান্টিক মুভমেন্টের অংশীদার। এলান পোর জন্মের সময় পিতাকে হারিয়েছিলেন। কিছুদিন পর মাকেও। অনাথ অবস্থায় তাকে দত্তক নিয়েছিলেন এলান দম্পতি। তারপর থেকেই তার নাম হলোÑ এডগার এলান পো। এলান পো-ই প্রথম আমেরিকান লেখন যিনি লেখালেখিকে পেশা হিসেবে গ্রহণ করেছিলেন। যদিও এর কারণে তাকে প্রথম দিকে কিছুটা আথির্ক অনটনে দিন কাটাতে হয়েছিল। তথাপি তিনি লেখনীকেই তার মূল লক্ষ্য হিসেবেই বেছে নিয়েছিলেন। প্রথম দিকে অবশ্য তিনি কবি হিসেবেই আত্মপ্রকাশ করেছিলেন। ১৮২৭ সালে রচনা করেছিলেন তার কবিতার বইÑ আ বোস্টনিয়ান। টেল টেল অব হাটর্স, হাউস অব উশার, পেন্ডুলাম এসব গল্পগুলো তার রচিত ভীষণ পাঠক নন্দিত গল্প। এর মধ্যে টেল টেল অব হাটর্স গল্পটি বিশ্ব সাহিত্যের সেরা ক্ল্যাসিক গল্প হিসেবে নিজ স্থান দখল করে আছে।