মানুষের কাছাকাছি বুদ্ধিমান প্রাণী কাক

প্রকাশ | ০৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

হাট্টি মা টিম টিম ডেস্ক
শহরে সবচেয়ে বেশি দেখা যায় সম্ভবত এ পাখিটিকেই। ওদের বুদ্ধিমত্তার একটা মজার উদাহরণ প্রাণিবিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন। এটি শুনলে তোমরা শুধু যে মজা পাবে তাই নয়, বেশ অবাকও হবে। ওরা কিন্তু মানুষকে দিয়ে শক্ত খোসাবিশিষ্ট বাদাম ভাঙিয়ে নেয়। কি অবাক হলে? তাহলে শোনো, কাকেরা করে কী, গাছ থেকে বাদাম সংগ্রহ করে রাস্তায় গাড়ির সামনে রেখে দেয়, যেন বাদামের ওপর দিয়ে গাড়ি গিয়ে খোসাটা ভেঙে দেয়। এরপর গাড়িগুলো যখন লাল বাতি দেখে থেমে যায়, তখন তারা রাস্তা থেকে খোসা ছাড়ানো বাদাম সংগ্রহ করে নেয়! কাকেরা নিজেদের মধ্যে খেলাধুলাও করে। কিছু বিজ্ঞানী মনে করেন, প্রাইমেট মানে মানুষের কাছাকাছি বুদ্ধিমান প্রাণীদের চেয়েও কাকেরা বেশি বুদ্ধিমান।