শরৎ এলেই

প্রকাশ | ০৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

হুমায়ুন আবিদ
হঠাৎ করে বৃষ্টি আসে সূযর্ মারে ডুব বৃষ্টি-রোদে ইচ্ছে মতো শিউলি ফোটে খুব। হঠাৎ করে বকেরসারি উড়ে চলে দূর নীলাকাশে মেঘের ভেলা চলছে অচিনপুর। হঠাৎ করে কাশের বনে বাতাসে দেয় দোল ধানের ক্ষেতে হেসে ওঠে ধানের সাদা ফুল। হঠাৎ করে শিশির পড়ে ভিজে পাতা ঘাস বিলে-ঝিলে শাপলা হাসে ভাসে পাতিহাস। হঠাৎ করে বেজে ওঠে শারদীয়া ঢোল শরৎ এলেই বঙ্গবাসীর মুখে খুশির বোল।