শরৎকাল

প্রকাশ | ০৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

অনিরুদ্ধ সাজ্জাদ
নীল আকাশের অবাধ নীলে শুভ্র মেঘের ভেলা ভাসে। তুলতুলে তুল তুলোর মতো মেঘ উড়িয়ে শরৎ আসে। শরৎ আসে মুগ্ধ করা শাপলা ফোটা বিলের জলে। নদীর তীরের কাশ ফুলেরা শরৎ আসার গল্প বলে। হাসনাহেনার গন্ধে মেতে শরৎ আসে সবুজ ঘাসে। আমন ধানের সবুজ মাঠে ঋতুর রানী শরৎ হাসে। শিউলি ফুলে মুগ্ধ করা চোখের মাঝে স্বপ্ন ভাসে। শিশির ভেজা পদ্ম ফোটা এই বাংলায় শরৎ আসে। দশম শ্রেণি গুণবতী বহুমুখী উচ্চ বিদ্যালয় চৌদ্দগ্রাম, কুমিল্লা