প্রবাল দ্বীপের কথা

প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

হাট্টি মা টিম টিম ডেস্ক
এক ধরনের সামুদ্রিক প্রাণী পলিপ দিয়ে এ প্রবাল দ্বীপের সৃষ্টি। মেরিন পলিপগুলো নিজেদের রক্ষা করার জন্য শরীরের চারপাশে চুনাপাথরের দেয়াল বানিয়ে নেয়। সেই দেয়ালের ওপর হয়তো আরেকটা পলিপও দেয়াল বানিয়ে নেয়। পরে পলিপগুলো ওই চুনাপাথরের দেয়ালের মধ্যেই মরে যায়। আর এভাবেই চুনাপাথরের দেয়াল প্রবাল দ্বীপের সৃষ্টি করে। পাটায়া, লাক্ষা দ্বীপ, আন্দামান ইত্যাদি জায়গায় প্রবাল দ্বীপ দেখা যায়। আর সবচেয়ে উল্লেখযোগ্য হলো, দক্ষিণ চীন সাগরে ৬৫০টি প্রবাল দ্বীপ নিয়ে তৈরি হয়েছে স্পাটির্ল দ্বীপ। বাংলাদেশের সেন্ট মাটির্নকেও প্রবাল দ্বীপ বলা হয়।