আয়ানদাড়ি প্রজাপতি

প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

হাট্টি মা টিম টিম ডেস্ক
বাংলা নাম আয়ানদাড়ি, ইংরেজি নাম সিলিয়েট বøু আর বৈজ্ঞানিক নাম অহঃযবহব বসড়ষঁং (এড়ফধৎঃ). এদের ডানার বিস্তার ২৮-৩০ মিলিমিটার। সামনের ডানায় নিচের পিঠে দুটি সুস্পষ্ট পটি দেখা যায়। পেছনের ডানায় পটির বিন্যাসেও পাথর্ক্য রয়েছে। এদের পেছনের ডানায় ভ‚মিপ্রান্তের মাঝামাঝি ডানার গোড়া থেকে হিসাব করলে প্রথম পটির একেবারে নিচের বিন্দুতে ছোট্ট একটি কালো বিন্দু নজর কেড়ে নেয়। ওটা আসলে পটিটার একটা খুবই ক্ষুদ্র টুকরো, সাদা দিয়ে ঘেরা বেশ কালচে একটি বিন্দু। ওপরের পিঠ ফেকাসে বেগুনে নীল। স্ত্রী প্রজাপতির ক্ষেত্রে খয়েরি, ডানার গোড়ার কাছে কিছুটা অঞ্চলে ঘষা ঘষা নীল এলাকা দেখা যায়। পূণার্ঙ্গ প্রজাপতির পেছনের ডানা লেজবিহীন। এবার এসো এ প্রজাপতিটির স্বভাব সম্পকের্ কিছু তথ্য জেনে নেয়া যাক। এরা চিরসবুজ বনের নিচের দিকের ঝোপঝাড় পছন্দ করে। এরা ওড়ার ব্যাপারে তেমন পটু নয়। জঙ্গলের ধারে নালার পাশের ছোট ছোট ঝোপঝাড় এবং অল্প উচ্চতাবিশিষ্ট গাছপালার ওপর দিয়ে এদের উড়ে বেড়াতে দেখা যায়। ভেজা স্যঁাতসেঁতে জায়গায় এ প্রজাপতিটিকে প্রায়ই লুটোপুটি খেতে দেখা যায়। এদের শূককীটের সঙ্গে অনেক সময় পিঁপড়ার দল দেখতে পাওয়া যায়। বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, ওড়িশা, সিকিম থেকে শুরু করে অরুণাচল প্রদেশ; নেপাল, ভুটান ও মিয়ানমারে আয়ানদাড়ি প্রজাপতি দেখতে পাওয়া যায়।