শরতের দিনে

প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

পৃথ্বীশ চক্রবত্তীর্
শরৎ সকাল লাল-নীল নয় সাদা ধব ধবে সাদা শরতের দিনে উড়ে যায় মন মানে না কখনো বাধা। শরতের বনে কাশফুল দেখে সাদা মেঘ মনে হয় কিশোর-কিশোরী শিউলি তলায় সারি সারি বসে রয়। শিশির ধোয়ানো ধান-দূবার্ ওঠে সূযের্র কিরণে হেসে মনে করে কবি এসে গেছে যেন হাজার সূযের্র দেশে। শরৎ আকাশ দেখে মনে হয় আছে খুব সুখ নিয়ে সাদা পাল তুলে যাচ্ছে সব নাও, মেঘনার বুক দিয়ে। শরৎ বেলায় ধানক্ষেতগুলো বাতাসে বাতাসে ঢেউ নীলের নিচে -এ সবুজ সাগর মনে করে কেউ কেউ।