ভুল হয়

প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

ফাহিম ফাহাদ সাম্য
পড়তে গেলেই কষ্ট হয়! নেটে সময় নষ্ট হয়; সবার মেধা এক তো নয়। মানুষ মাত্রই ভুল হয়। খেলতে গেলেই আউট হয় চলতে গেলে ডাউট হয় সবার কষ্ট সমান নয় মানুষ মাত্রই ভুল হয়। জন্ম নিলেই মরতে হয় কাছে গেলেই সরতে হয় ভাবতে গেলে বুঝতে হয় মানুষ মাত্রই ভুল হয়। হাসতে গেলে কঁাদতে হয় শিখতে গেলে জানতে হয় সবার জানা এক তো নয়, মানুষ মাত্রই ভুল হয়। ৮ম শ্রেণি কোটচঁাদপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় কোটচঁাদপুর, ঝিনাইদহ