আমাদের দেশ

প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

অমিত কুমার কুÐু
কত শত ঘর আগুনে পুড়েছে, পুড়ে জনপদ শেষ তবুও তো বুকে সাহস বেঁধেছি বড় করে দেখে দেশ সাহসের সীমা ছিলো না কখনো, এতো সাহসের বার এই মনোবল ভেঙে দিতে পারে এমন সাধ্য কার? তবুও ভাঙতে এসেছিলো পশু নরাধম হানাদার গজের্ উঠলো ছাত্র-জনতা বললো বাংলা ছাড় শেখ মুজিবের বজ্র কণ্ঠে বাজে মুক্তির গান লক্ষ জীবন ও সম্ভ্রম ত্যাগে ভাগলো পাকিস্তান। খান সেনাদের নখর থাবায় ততদিনে পুড়ে খাক দেশ জুড়ে মৃত লাশের মিছিল শকুন দিচ্ছে ডাক এরই মধ্যে দেশ গঠনের কাজ হাতে নিলো তঁারা মুজিবের ডাকে রনাঙ্গনে যুদ্ধ করেছে যারা। একে একে দেশ শৌযের্ বীযের্ বড় হলো আরো বড় বিশ্ব বললো সোনার বাংলা সোনার হাতেই গড় আমাদের চাষী, কামার-কুমোর আমার দেশের মেয়ে সেলাই কলে মাঠে-ময়দানে দেশ গড়ে কাজে যেয়ে।