শরৎ হাসে

প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

অপু চৌধুরী
নীল আকাশের কিনার ঘেঁষে সাদা মেঘের ভেলা খেই হারিয়ে কিসের খেঁাজে খেলে কী সব খেলা। এদিকওদিক ঘুরতে থাকে করে ছুটোছুটি মেঘের সাথে মেঘের মেয়েও খেলে লুটোপুটি। গগন তলে দলে দলে মেঘের নৃত্য দেখে কাশফুলেরা ঠায় দঁাড়িয়ে হাওয়ায় দুলতে শেখে। তপ্ত দুপুর বইতে থাকে গরম গরম হাওয়া উদোম গায়ে কণ্ঠে মাঝির ভাটিয়ালি গাওয়া। কী মনোহর শিউলি ফুলের উঠোন ভরা হাসি পদ্মদীঘির শান্ত জলে পদ্ম রাশি রাশি!