শরতের দোল

প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

বাসুদেব খাস্তগীর
শরতের দোল লাগে কাশফুল বনে হাতছানি সবুজের দেখি আনমনে। অপলক চেয়ে থাকা আকাশের নীল রাত জাগা ঝিকিমিকি তারা ঝিলমিল। কই গেল মাতামাতি গ্রীষ্মের সারা? বরষার ঝুপঝুপ নেই বারিধারা। সুবাসিত শিউলির ঝরে পড়া ভোর অপরূপ রূপে যেন খুলে দেয় দোর। পথ ঘাট নদী ক‚লে স্নিগ্ধতা হাসি শরতের রূপ যেন ঝরে রাশি রাশি।