শরৎ

প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

শাহজাহান মোহাম্মদ
শরৎ আলোর শুভ্রবনে কেবা ডাকে ক্ষণে ক্ষণে শিউলি কামিনী হাসনাহেনা সুভাস ছড়ায় আপন মনে। ঝিরি ঝিরি ধানের শীষে সোনা রঙের মুক্ত ঝরে নদীর বুকে পাল তুলে মাঝি মাল্লা গান ধরে। কাশফুলের পরশ নিয়ে বিলে-ঝিলে পদ্ম ফুটে সাদা মেঘের ভেলায় বসে ইচ্ছেগুলো যায় ছুটে।